সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সব দেশকে টপকে রে’ক’র্ড গড়লো ISRO, চন্দ্রযান-২ থেকে মিললো অ’বা’ক করা ত’থ্য

চাঁদের মাটিতে জলের অস্তিত্ব রয়েছে। এই তথ্যে সীলমোহর দিয়েছে Chandrayaan-2। ISRO-র বিজ্ঞানীরা সম্প্রতি চাঁদের ছায়াবৃত অঞ্চলে বরফের অস্তিত্বের প্রমাণ পেয়েছেন। যেহেতু চাঁদের ওই অঞ্চলে এতদিন সূর্যের আলো পড়েনি তাই ওই অঞ্চলের ছবি তোলা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ISRO প্রধান কে শিভান সম্প্রতি এই মর্মে বিশেষ তথ্য দিয়েছেন।

তিনি জানালেন Chandrayaan-2 -এ নানারকম উচ্চমানের বিরল ক্ষমতাসম্পন্ন সব যন্ত্রপাতি রয়েছে। এই যন্ত্রপাতিগুলো কারণেই কার্যত এমন অসম্ভবকে সম্ভব করা সম্ভব হয়েছে। ভারতের দ্বিতীয় চন্দ্রাভিযান মিশনে চাঁদের মাটিতে জলের উপস্থিতি টের পাওয়া গিয়েছে। এতে কার্যত ভারতের সফলতার মুকুটে আরেকটি পালক সংযোজিত হলো।

ইসরোর তরফ থেকে জানানো হয়েছে চাঁদের ওই অংশের যেহেতু কখনো আলো পৌঁছায় না তাই জল সেখানে বরফ আকারে জমে আছে। ভারতের তরফ থেকে পাঠানো চন্দ্রযান-এর অত্যাধুনিক যন্ত্রপাতি রয়েছে যে কারণে এই অসাধ্য সাধন করা সম্ভব হয়েছে। চাঁদের এই ছায়াবৃত্ত অঞ্চলের নাম Permanently shadowed regions বা পিএসআর। এখানেই পাওয়া গিয়েছে জলের উপস্থিতি।