সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পাথর না’কি ডিম দিচ্ছে! কথিত আ’ছে যে চু’রি করবে তারই ভা’গ্য খু’লে যাবে

মুরগি ডিম দেয় আমরা সকলেই জানি কিন্তু কেউ কি কখনো শুনেছ যে পাথর নাকি ডিম দেয়। দ্য মেট্রো’-এ প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, চীনের এই শিলা ডিম দেয়। চীনের গুলু নামক গ্রামের কাছে নির্মিত এই গুহা সম্পর্কে এলাকার লোকজন জানান যে, তারা তাদের বড়দের কাছ থেকে এটির কথা শুনেছেন।

সৌভাগ্যের দ্বারা, লোকেরা এটিকে তাদের সাথে নিতে চায়। এ পর্যন্ত প্রায় ৭০টি ডিম সংরক্ষণ করা হয়েছে। বাকিগুলো চুরি বা অন্যত্র বিক্রি করা হয়েছে। এই শিলা ৩০ বছর ধরে ডিমের ভিতরে গোপন থাকে। ৩০ বছর পর এই ডিমগুলো পাথর থেকে আলাদা হয়ে যায়। এই শিলার উচ্চতা ১৯ ফুট এবং দৈর্ঘ্য ৬৫ ফুট।

এই বিস্ময়কর এবং অকল্পনীয় ঘটনাটি দেখতে সারা চীন থেকে লোকেরা এখানে আসে। ওখানকার লোকেরা বলেন যে এখানে যে পাথর চুরি করে সে ভাগ্যবান। রহস্যময় এই ঢিবিটি ” চান দান ইয়া ” নামে পরিচিত। এই শিলাটি দেখতে কালো রঙের, মসৃন ও বেশ ঠাণ্ডা প্রকৃতির হয়। ওই শীলা থেকে নিজে নিজেই ছোটো ছোটো আকারে সরে যায় পাথর গুলো।

আরো পড়ুন: আগামী বছর দেশে গড় বেতন ১০ শতাংশ বা’ড়’তে পারে! কোন সং’স্থা এগিয়ে থা’ক’বে জেনে নিন

চীনারা বিশ্বাস করেন যে এই পাথর একটি শুভ পদার্থ তাই তারা সেই বিশ্বাসে বাড়ি নিয়ে যায়। তাদের কাছে এগুলো ওই শীলার ডিম নামেই পরিচিত। তবে এসব তো বিশ্বাস মাত্র বিজ্ঞান কিন্তু অন্য কথা বলছে। ভূতাত্ত্বিকদের মতে, এই শিলা লক্ষ লক্ষ বছরের পুরনো।

এই অঞ্চলে পরিচালিত ভূতাত্ত্বিক পরীক্ষায় জানা গেছে যে এই শিলাটি প্রায় ৫০০ মিলিয়ন বছর আগে ক্যামব্রিয়ান যুগে গঠিত হয়েছিল। তারা বলেন এটি একটু চুনযুক্ত শীলা।

প্রতিটি শিলা তৈরি হতে এবং ভাঙতে যে সময় লাগে তার মধ্যে প্রতিক্রিয়ার কারণে এই বিশেষ ডিমের অংশটি গঠিত হতে পারে। এই শীলা গান্দেং পর্বত অঞ্চলেও একটি বিশেষ অংশ পাওয়া যায়।