সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“S” অক্ষর দিয়ে শু’রু হওয়া ব্যক্তির চরিত্র কেমন হ’য়ে থা’কে?

জ্যোতিষশাস্ত্রে নিউমেরোলজির গুরুত্ব অন্য জায়গায়। অনেক সময় নিউমেরোলজি থেকে জানা যায় একজন ব্যক্তির স্বভাব চরিত্র কেমন! তাঁর ভবিষ্যত অর্থাৎ আগামী দিনগুলো কেমন কাটবে তারও ধারণা দেয় নিউমেরোলজি। আজকের প্রতিবেদনে আপনাদের জানাব S দিয়ে নামের শুরু এমন ব্যক্তিরা প্রকৃতপক্ষে কেমন হন।

S দিয়ে নামের শুরু ব্যক্তিরা জীবনে সফল হন সবক্ষেত্রে। তাদের মধ্যে নেতৃত্ব প্রদানের ক্ষমতা থাকে। তবে সেই সব ব্যক্তিদের মধ্যে রোমান্টিকতার অভাব থাকে। তাদের মনের মধ্যে কিছু ঘটলে কোনো কিছু না ভেবে সকলের সামনে নির্দ্বিধায় তা বলে দেন। আশেপাশের লোকেদের সুখ দুঃখে এই ব্যক্তিরা পাশে থাকেন।

কখনও কেউ কোনো বিপদে বা সমস্যায় পড়লে তারা সাথে সাথেই ছুটে যান। তবে মনের অনুভূতি প্রকাশে এই ব্যক্তিরা একেবারেই স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তাই মনের অনুভূতি মনের মধ্যেই থেকে যায়। আর এতেই মাঝে মাঝে তারা বিষন্নতায় ভোগে।

আরো পড়ুন: আলিয়ার সন্তান ছেলে না মেয়ে? কথায় কথায় ফাঁ’স ক’রে দিলেন বাবা রণবীর!

তারা মানুষ হিসেবে খুব সুন্দর প্রকৃতির এবং আকর্ষণীয় হন। তাদের মনের মধ্যে একেবারেই প্যাঁচ নেই। কিন্তু এরা মাঝেমধ্যে খুব রেগে যান, যা সহজে নিজেরাও কন্ট্রোল করতে পারেন না। এই ব্যক্তিরা ভীষণ সৎ হন। তারা প্রতারক নন।

S দিয়ে নামের শুরু ব্যক্তিরা নিজের কাজের জন্য অর্থ উপার্জনের পাশাপাশি সুনামও অর্জন করেন। এই ব্যক্তিদের মধ্যে একজন সফল ব্যবসায়ী এবং রাজনীতিবিদ হওয়ার প্রবণতা থাকে। নিজের লক্ষ্যে এরা সর্বদা স্থির থাকেন এবং সেই উদ্দেশ্য পূরণের জন্য কঠোর পরিশ্রমও করেন।