সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অদ্ভুত দ’র্শ’ন শিশুর জ’ন্ম হলো রায়গঞ্জে, আছে চারটি করে হাত ও পা এবং দুটি মা’থা

দুটি মাথা, গলা থেকে পেট পর্যন্ত জোড়া শরীর, চার হাত পা, এমনই অদ্ভুত শরীর নিয়ে রায়গঞ্জ হাসপাতালে জন্ম নিল এক শিশু। অপারেশন থিয়েটারে মায়ের গর্ভজাত এই সন্তানকে দেখে অবাক হয়ে যান চিকিৎসকেরা। দুটি মাথা চার হাত পা নিয়েই জন্ম নিয়েছে শিশুটি। রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে মা এবং শিশুর দুজনই সুস্থ আছেন বলে জানা গিয়েছে। তবে সদ্যজাত এই মুহূর্তে চিকিৎসকদের কড়া নজরে রয়েছে।

হাসপাতালের চিকিৎসকেরা অবশ্য ওই শিশুটিকে শল্যচিকিৎসার সাহায্য নিয়ে স্বাভাবিক শারীরিক গঠন দেওয়ার কথা ভাবছে। তার জন্য শিশুটিকে অন্যত্র স্থানান্তর করা হতে পারে। ওই শিশুর বাবা পেশায় একজন রাজমিস্ত্রি। তাদের আড়াই বছরের একটি ছেলে আছে। দ্বিতীয় সন্তানের জন্ম দিতে গিয়ে এমন এক অদ্ভুত দর্শন শিশুটির জন্ম দিয়েছেন প্রসূতি। ওই প্রসূতির পরিবার যত তাড়াতাড়ি সম্ভব শিশুকে সুস্থ অবস্থায় বাড়িতে নিয়ে যেতে চান।

উত্তর দিনাজপুরের ইটাহারের ছয়ঘরা গ্রামের বাসিন্দা আখতারা খাতুন বুধবার প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। তার গর্ভে যে এমন একটি অসাধারণ শিশু জন্ম নিচ্ছে তা আল্ট্রাসনোগ্রাফিতে ধরা পড়ে। কিন্তু তখন আর কিছু করার ছিল না। বর্তমানে আধুনিক উপায়ে যাতে শিশুটিকে স্বাভাবিক শারীরিক অবস্থা জানা যায় তার ব্যবস্থা করছেন চিকিৎসকরা।

রায়গঞ্জ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ঘটনাকে বিরলতম ঘটনা বলে উল্লেখ করেছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে চার হাত পা ওয়ালা এবং দুই মাথাওয়ালা শিশুটির জন্ম হয়। প্রসবের সময় শিশুটি জীবিত ছিল।