সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আমি আজ দুঃখিত-শোকাহত-ম’র্মা’হত, পার্থ কা’ণ্ডে মু’খ খুললেন মমতা

পশ্চিমবঙ্গের বর্তমান রাজনীতি SSC নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে তোলপাড়। শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়েছে ।

এই পরিস্থিতিতে বাংলার শাসকদল একাধিকবার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। মুখ্যমন্ত্রী সোমবার ‘বঙ্গসম্মানে’র মঞ্চ থেকে  এ বিষয়ে বক্তব্য রাখলেন।

সোমবার নজরুল মঞ্চে বঙ্গসম্মানের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মুখ খোলেন। এদিন তিনি বলেন, দুর্নীতিকে সাপোর্ট করা আমার নেশা বা পেশা নয়।

আরো পড়ুন: শেষ মু’হূ’র্তে ঘুর’তে যাওয়ার পরিকল্পনা বা’তি’ল করলেন স্ত্রী, এরপরেই যা ক’রে ফেললেন যুবক

আমি ১ লক্ষ টাকা করে পেনশন পাই। মুখ্যমন্ত্রী হিসেবেও বেতন পেতে পারি। কিন্তু ১ পয়সাও নিই না। আজকে আমি সত্যিই দুঃখিত, মর্মাহত ও শোকাহত। কেউ কখনও কখনও ভুল করতেই পারে।