সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মহাকাশ গবেষণায় ন’য়া মাইলস্টোনের ল’ক্ষ্যে ইসরো, এবার হবে সূর্য অভিযান

শক্তির আধার সূর্য বাইরে থেকে আলো ঝলমলে লাগলেও তার কাছে যাওয়া মোটেও সহজ কাজ নয়। চন্দ্র অভিযান কিংবা মঙ্গল অভিযানের নাম শুনলেও সূর্য অভিযানের নাম কেউ শোনেন নি। আজ পর্যন্ত এমন ঘটনা ঘটেনি মহাকাশ বিজ্ঞানে। কিন্তু সেই অভিযান এবার সত্য হতে চলেছে। যার গবেষণায় নামছে দেশীয় মহাকাশ গবেষণা ও বিজ্ঞান কেন্দ্র ইসরো।

শনিবার এমনই একটি ঘোষণা করেছেন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ।। এই কাজে এই সংস্থাকে সাহায্য করবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স। একাধিকবার চাঁদে পাড়ি দিয়েছে ভারতের এই মহাকাশ গবেষণাকারী সংস্থা এমনকি মঙ্গল অভিযানে প্রস্তুতিও তারা নিয়ে নিয়েছে। তারা সিদ্ধান্ত নিয়েছে সূর্য অভিযানের।

আইআইএ বসানো যন্ত্র আদিত্য এল ১ এর মাধ্যমে সূর্যের ভিজিবল লাইট এমিশন করোনা গ্রাফ থেকে কিছু তথ্য ও বিস্তারিত পাওয়া গিয়েছে। আর সেই তথ্যের উপর ভিত্তি করেই ভারতের প্রথম সূর্য অভিযান। এই ব্যাপারে এস সোমনাথ আরো জানিয়েছেন পৃথিবীর চারপাশেই প্রমাণ দেখে ঘুরছে তা বোঝা আমাদের খুবই দরকার।

আরো খবর: মেয়ের বি’য়ে’র চিত্রগ্রাহককের বি’রু’দ্ধে ৬২ লক্ষ টা’কা’র মানহানির মা’ম’লা বাবার, কিন্তু কেন?

এই লক্ষ্যেই আমরা কাজ করে চলেছি। পনেরো বছর আগে VELC তরফ থেকে একটি ধারণা পাওয়া গিয়েছিল। এবার সেই স্তর গুলো আমরা বুঝতে চেষ্টা করছি। ইসরো এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্র ফিজিক্সের সঙ্গে এক যৌথ সমন্বয়ে তৈরি হয়ে গেছে। যা তথ্য পাওয়া গেছে তা বিশ্লেষণের কাজ মোটেও খুব একটা কঠিন নয়।

নতুন করে গণনা এবং গবেষণা শুরু হবে আর তার মাধ্যমে ভারতের মহাকাশ গবেষণায় এক নতুন দিক খুলে যাবে। পৃথিবীর মধ্যস্থলে সূর্যকে প্রদক্ষিণ করা একটি সিস্টেম হল আদিত্য এল ১। দুটি ভারী বস্তুর মহাকর্ষ বলের মধ্যে যে যে সাম্যবস্থা তাকেই বজায় রাখে VELC। আর এই প্রযুক্তির মাধ্যমেই পৃথিবী ও সূর্যের মধ্যে এক সমন্বয় সাধনের চেষ্টা চলে যাচ্ছে।