সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মার্চেই তী’ব্র তাপপ্রবাহের দা’প’ট দেখবে দেশ! তাপমাত্রা পৌঁ’ছে যা’বে ৪০ ডিগ্রিতে

ইতিমধ্যেই সমস্ত জায়গা থেকে বিদায় নিয়েছে শীত। সেই কারণে এবার ধীরে ধীরে গরম অনুভব হচ্ছে প্রায় দেশজুড়ে। আগামী দিনে এই তাপমাত্রা আরো বেশি বৃদ্ধি পাবে বলে জানা যাচ্ছে। চলতি মার্চ মাস থেকে মে মাসের মধ্যে দারুণ গরমের দাপটে দেখা যাবে দেশ জুড়ে। ইতিমধ্যেই ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, আরামের দিন শেষ

। এবার থেকে শুরু অস্বস্তির দিন। কোনোভাবেই গরমের দাপট কমবে না এবার, বরং আগের তুলনায় বৃদ্ধি পাবে অনেকটাই। জানা যাচ্ছে পশ্চিম থেকে মধ্য ও উত্তর পশ্চিম ভারতে আগামী মার্চ মাসের মধ্যে দারুণ তাপপ্রবাহ হতে চলেছে। একেবারে স্বাভাবিকের থেকে তাপমাত্রা আরো অধিক হতে চলেছে।

এই কারণেই তেমন ভাবে কেউ রেহাই পাবে না। দিল্লি এনসিআর সহ সব জায়গাতেই প্রচন্ড গরমের দাপট সহ্য করতে হবে সবাইকে। কিন্তু অনেক জায়গায় রয়েছে ব্যতিক্রম কিছু, যেমন দিল্লিতে উপদ্বীপীয় ভারত, পূর্ব, উত্তর-পূর্ব এবং উত্তর সমভূমির মতো তীব্র তাপমাত্রা কিছু কিছু জায়গায় থাকবে না বলেও জানা গিয়েছে।

আরো পড়ুন: ইউক্রেন ছে’ড়ে চ’লে আ’সা ভারতীয় পড়ুয়াদের পড়াশোনা শেষ করার দা’য়ি’ত্ব কাঁ’ধে নিলো পোল্যান্ড

এককথায় বলা যাচ্ছে রেকর্ড ভাঙা তাপমাত্রা বৃদ্ধি পাবে বিভিন্ন স্থান জুড়ে। এতে সাধারণ মানুষের দফারফা কান্ড ঘটবে তার সহজেই বোঝা যাচ্ছে।আগামী ৩ মাসের চিত্র কেমন থাকবে তা নিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে, মধ্য ও উত্তর পশ্চিম ভারতে তাপমাত্রা অধিক থাকলেও তেমনভাবে লু প্রবাহ কম থাকবে তাপপ্রবাহ কম থাকবে।

সমতল ভূমিতে তাপমাত্রা এবার সর্বোচ্চ ৪০ ডিগ্রি থাকার সম্ভাবনা বেশী। তাছাড়া দেখা যাচ্ছে এই শৈল শহরেও এবার তুলনামূলক তাপমাত্রা বেশী থাকবে ,জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, রাজস্থানের মূল অংশ, গুজরাত এবং মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা আরো বেশী বৃদ্ধি পাবে।

তবে বৃষ্টির কথা যদি বলা হয় তাহলে বলতে হবে, মার্চ মাসে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, উত্তর পশ্চিম, উত্তর পূর্ব, ও মধ্য ভারতে তূলনামূলক কম বৃষ্টি হবে।বস্তুত এই বছরের আবহাওয়ার খেল দেখাবে লা নিনা, বছর অন্তরে দেখা দেয় এই লা নিনা। যার কারণেই গরম আরও গরম ও শীত আরও শীতল হয়ে ওঠে।