সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পুরনির্বাচনে BJP-র মেয়র মু’খ কে হবেন? যা বললেন দিলীপ ঘোষ

কলকাতা এবং হাওড়া পুরভোটের তারিখ ঘোষণা হয়ে গিয়েছে। আপাতত বিধানসভা উপ নির্বাচনের পর পুরভোটে তৃণমূলকে টেক্কা দেওয়ার জোরদার প্রচেষ্টা চালাচ্ছে বিজেপি। উপনির্বাচনে গেরুয়া শিবিরের ভাগ্যে একটি সিটও জোটেনি। তাই আপাতত পুরনির্বাচন গেরুয়া শিবিরের পাখির চোখ হয়ে উঠেছে।

আপাতত হাওড়া এবং কলকাতাতে বিজেপির তরফ থেকে মেয়র কে হবেন সেই নিয়ে জল্পনা চলছে। একুশের বিধানসভা নির্বাচনে বাংলাতে বিজেপির হারের অন্যতম কারণ হিসেবে দাবি করা হয়েছিল মুখ্যমন্ত্রীর মুখের অভাবকে। অবশেষে এই বিষয় নিয়ে মুখ খুললেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ মঙ্গলবার ইকোপার্কে প্রাতঃভ্রমণে বের হয়ে জানালেন এই দফায় পুরভোটে সর্বশক্তি দিয়ে লড়বে। একই সঙ্গে তিনি জানিয়েছেন বিধানসভা নির্বাচনের আগে পুরভোট হোক এটাই চেয়েছিল বিজেপি। তবে তেমনটা করা সম্ভব হয়নি। তিনি দাবি করেন দুই বছর আগে থেকে বিভিন্ন জেলায় জেলায় শক্তি বাড়াচ্ছে বিজেপি। বর্তমানে পুরএলাকাগুলিতে তাদের সংগঠন অনেক বেশী মজবুত। তিনি আরো জানিয়েছেন এখনই কাউকে মেয়র হিসেবে মুখ নির্বাচন করে লড়াইয়ে নামছে না বিজেপি।

পুরনির্বাচনের ফলাফল দেখে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য নেতৃত্ব। অর্থাৎ বিধানসভা নির্বাচনের মতোই পুরসভা নির্বাচনেও লড়তে চাইছে বিজেপি। সেখানে আগে থেকে কাউকে মুখ হিসেবে বেছে নেওয়া হচ্ছে না।