সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অনুব্রতর পাঞ্জাবির প’কে’টে মা তারার প্রসাদী ফুল, সারাদিন বে’র করে ক’পা’লে ঠেকিয়েছেন

বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা তথা তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গরুপাচার মামলার তদন্তে অসহযোগিতার অভিযোগে সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছেন বৃহস্পতিবার। আপাতত সিবিআই হেফাজতেই রাত কাটছে তাঁর। এমন কঠিন সময়ে তারাপীঠের প্রসাদী ফুলেই ভরসা রাখছেন অনুব্রত। কাগজে মোড়া সেই ফুল রয়েছে পাঞ্জাবির পকেটে।

অনুব্রত মণ্ডল সারাদিনে বার বার সেই ফুল পকেট থেকে বের করে কপালে ঠেকিয়েছেন। কাল থেকে আজ পর্যন্ত দু’বার মেয়ে সুকন্যা ওরফে রুবায়ের সঙ্গে ফোনে কথা বলতে পেরেছেন তিনি। কথা হয়েছে সিবিআই আধিকারিকদের ফোন থেকেই।

সূত্র মারফত জানা গিয়েছে, স্পিকার অন করে মিনিট পাঁচেক কথা হয়েছে। ফোনে মেয়েকে সান্ত্বনা দিয়েছেন তিনি। জানা গিয়েছে, প্রাথমিক ধাক্কা কাটিয়ে এখন অনেকটাই সামলে উঠেছেন তিনি। কাল রাতে যে ঘরে ছিলেন সেই ঘর থেকে সরিয়ে অনুব্রত মণ্ডলকে গেস্ট রুমে থাকার ব্যবস্থা করা হয়েছে।

আরো পড়ুন: ভারতের বায়ুসেনার ঘাঁটিতে ফ্রান্সের যু’দ্ধবিমান, প্রশান্ত মহাসাগরে শুরু মহড়া

সেখানে তক্তপোশ রয়েছে। রাতে সোফাতে শুয়ে ঘুমিয়ে নেন। বোলপুরের বাড়ি থেকে সিবিআই তাঁকে তুলে আনার পর, ইসিএল-এর গেস্ট হাউসে তাঁর জন্য জামা কাপড়, এক কিলো মুড়ি, ভাজা ছোলা, চানাচুর দিয়ে গিয়েছিলেন অনুব্রত বাবুর সঙ্গীরা।

এদিন বিকেলে মেডিক্যাল টেস্ট করিয়ে ফেরার পর চা খান। দেখা করেন আইনজীবী সঞ্জীব দা-র সঙ্গে। পাশের ঘরে ছিল টিভি। মাঝে মাঝে টিভিতেও চোখ রেখেছেন। তিনি আইনজীবীকে জানান, কমান্ড হাসপাতালে চিকিৎসকরা এসএসকেএম-এর সব ওষুধ দেখে বলেছেন, সঠিক চিকিৎসা হচ্ছে।