সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMG: কা’ম’ড়ে’র বদলে কা’ম’ড়! যুবকের দং’শ’নে মৃ’ত্যু’র কো’লে ঢলে পড়লো বি’ষা’ক্ত কেউটে, গ্রাম জু’ড়ে চা’ঞ্চ’ল্য

এ যেন রীতিমতো উলট পুরাণের সাক্ষী থাকলো ওড়িশার জয়পুরের এক প্রত্যন্ত গ্রাম। মানুষের কামড়ে মৃত্যু হলো এক ভয়ংকর বিষধর কেউটে সাপের। সাপের কামড়ের পাল্টা সাপটিকেই কামড়ে দেয় এক আদিবাসী যুবক। যার ফলে শেষমেষ মৃত্যুর কোলে ঢলে পড়ে সাপটি। যদিও সাপের কামড়ের পরেও ওই আদিবাসী যুবকের তেমন কোনো সমস্যা হয়নি বলেই জানা যাচ্ছে। তিনি রয়েছেন বহাল তবিয়তে। এই ঘটনায় অবাক হয়ে গিয়েছেন আদিবাসী গ্রামের প্রত্যেক বাসিন্দা।

কিশোর বদরা নামের বছর পঁয়তাল্লিশের এক যুবক ধানক্ষেতের কাজ শেষে রাতের বেলা বাড়ি ফিরে আসছিলেন। অন্ধকারে তার পা পড়ে যায় সাপের গায়ে। সাপটিও আত্মরক্ষার্থে তার পায়ে কামড় বসিয়ে দেয়। এরপর আতঙ্কে দিশেহারা হয়ে ওই যুবক সাপটিকে হাতে তুলে নিয়ে তার গায়ে একের পর এক কামড় বসিয়ে দেয়। ধীরে ধীরে সাপটি নিস্তেজ হয়ে পড়ে এবং তার মৃত্যু হয়।

ওই যুবকের কথায়, অন্ধকারে পথ চলতে চলতে তিনি বুঝতে পারেন তার পায়ে কিছু একটা কামড়ে দিয়েছে। টর্চ জ্বালাতেই তিনি বিষধর সাপটিকে দেখতে পান। ভীষণ ভয় পেয়ে তিনি প্রতিশোধ হিসেবে সাপটিকেই কামড়ে দেন। এতে সাপের মৃত্যু হয় ঠিকই তবে প্রাণে বেঁচে যান কিশোর।‌ এরপর তিনি বাড়ি ফিরে এলে তার মুখে সমস্ত ঘটনা শুনে আবাক হয়ে যান তার গ্রামের বাসিন্দারা।

পরে ওই যুবক সাপটিকে হাতে ঝুলিয়ে নিজের বাড়িতে ফিরে আসেন এবং সকলকে এই ঘটনা জানান। খবর শুনে আতঙ্কিত হয়ে পড়েছিলেন তার স্ত্রী। তিনি তাকে বারংবার স্থানীয় হাসপাতালে যাওয়ার কথা বললেও ওই যুবক হাসপাতালে যেতে রাজি হননি। বদলে স্থানীয় এক ওঝার কাছে ঝাড়ফুঁক করে এসেছেন তিনি। সাপের কামড় খাওয়ার পরেও আপাতত সুস্থ আছেন ওই ব্যক্তি।