সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বি’ষে’র বাগান, প্র’বে’শ করলে বেঁ’চে ফি’র’তে পারবেন কি না জা’না নেই কারোর!

বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ উপন্যাস বাঙালিরা কম বেশি সকলেই পড়েছেন। তবে জানেন কি ইংল্যান্ডের এমন একটি বাগান রয়েছে যে বাগানে নাকি সত্যি সত্যিই রয়েছে বিষবৃক্ষ। এই বাগানের সামনে কালো রংয়ের লোহার দরজা দিয়ে ঘেরা। সেখানে লেখা রয়েছে এই গাছটি হত্যা করতে পারে।

লেখার মধ্যে রয়েছে একটা কঙ্কালের মুখ এবং হাড়ের চিহ্ন দিয়ে ক্রস সাইন এঁকে বিপদ বোঝানো হয়েছে। এই সতর্কবার্তা উপেক্ষা করে যদি কেউ বাগানের মধ্যে প্রবেশ করতে চান তাহলে তার মৃত্যু হবে। যদি একবারও কেউ এই বাগানের সুন্দর্য মুগ্ধ হয়ে মন ভরে ফুলের ঘ্রাণ নিতে যান তাহলেই সাক্ষাৎ মৃত্য‌ বরণ করে নিতে হবে তাকে।

এই জায়গাটি রয়েছে ইংল্যান্ডের অ্যালেন উইক নামের একটি গার্ডেনে। সেখানে রয়েছে পয়জন গার্ডেন। এই বাগানের ভেতরে যে কেউ যেতে পারবেন তবে তার জন্য রয়েছে কিছু নির্দিষ্ট নিয়ম। সেই ব্যক্তিকে হাতে গ্লাভস, মুখে মাস্ক এবং পরনে আপ্রন পরে যেতে হবে। খালি হাতে কোন গাছের গায়ে হাত দেওয়া যাবে না।

আরো পড়ুন: অনুব্রতর চালকল থেকে গনবণ্টন দপ্তর চাল কিনতো, ব’হু ন’থি উ’দ্ধা’র করেছে CBI

ফুলের গন্ধ নেওয়া যাবে না। তাতে শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে। এই বাগানে মোট ১০০ টি প্রজাতির বিষধর গাছ রয়েছে। অনেক সময় দেখা গিয়েছে যে বাগানে ঘোরাঘুরি করার সময় কিছু পর্যটক হাওয়ায় মিশ্রিত বিষাক্ত ধোঁয়ার কারণে অজ্ঞান হয়ে পড়েন। এই বাগানে জায়ান্ট হগউইড নামের একটি গাছ রয়েছে যার উচ্চতা 8 ফুট।

এই গাছের পাতার সঙ্গে চামড়ার যদি ঘষা লাগে তাহলে ঘা হয়ে যেতে পারে। প্রায় সাত বছর পর্যন্ত ঘা থাকতে পারে। আবার মঙ্কসহুড নামের গাছের ফল যদি কেউ খান তাহলে তার সঙ্গে সঙ্গে মৃত্যু হবে। এমনই সব ভয়ংকর গাছ রয়েছে এই বাগানে।