Home লাইফস্টাইল বিছানার গদি অল্প ব্যবহারেই নোং’রা হয়ে যাচ্ছে? এই প’দ্ধ’তি’তে সহজেই পরিষ্কার করে...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিছানার গদি অল্প ব্যবহারেই নোং’রা হয়ে যাচ্ছে? এই প’দ্ধ’তি’তে সহজেই পরিষ্কার করে নিন

পুজোর প্রস্তুতি প্রায় শেষ মুহূর্তে চলে এসেছে। কেনাকাটা শেষ। এবার শুরু হবে ঘর পরিষ্কার করার পালা। ইতিমধ্যেই অবশ্য এই কাজ অনেকেই করে ফেলেছেন। বাড়ির প্রত্যেকটি কোণ পরিষ্কার করেছেন আপনি, কিন্তু হয়তো ভুলে গেছেন সবথেকে গুরুত্বপূর্ণ স্থানটি পরিষ্কার করার কথা। বিছানার গদি পরিষ্কার করেছেন কি?? মনে করে দেখুন তো। যদি না করে থাকেন তাহলে অবশ্যই করবেন। গদির আরামে ময়লা জমতে বেশি সময় নেয় না।

কিন্তু গদি পরিষ্কার করবেন কি করে? গদি যে ভীষণ ভারী। একদম চিন্তা করবেন না। এর জন্য রয়েছে কিছু সহজ উপায়। হাতের কাছে কিছু উপকরণ থাকলেই আপনি অনায়াসে গদি পরিষ্কার করতে পারবেন। আপনার হাতের কাছে থাকতে হবে ভ্যাকিউম ক্লিনার, বাসন মাজার সাবান, সার্ফ এবং বেকিং সোডা। প্রথমে যে বেডশীট এবং বালিশের কভার গুলি রয়েছে, সেগুলি আলাদা করে পরিষ্কার করে নিতে হবে। গরম জলে ভালোভাবে সেগুলিকে কেচে নিয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার ভ্যাকুম ক্লিনার নিয়ে গদির বাকি অংশ পরিষ্কার করে নিতে হবে। এমনভাবে ভ্যাকিউম ক্লিনার ব্যবহার করবেন যাতে গদির সমস্ত কোন পরিস্কার হয়ে যায়।

গদির ওপর যদি কোনো দাগ লেগে থাকে তাহলে সার্ফের জল অথবা সাবান দিয়ে পরিষ্কার করতে যাবেন না সেগুলি। এগুলি পরিষ্কার করার জন্য ব্যবহার করতে পারেন স্টেন রিমুভার। জৈবিক দাগের জন্য ইঞ্জাইম ক্লিনার ব্যবহার করতে পারেন। বিছানার গদি ছাদে নিয়ে রোদে যদি দিতে পারেন তাহলে গদির উপর একটু বেকিং সোডা ছড়িয়ে নেবেন রোদে দেওয়ার আগে। কয়েক ঘন্টা একই অবস্থা দেখে দিতে হবে, সারা দিন রেখে দিতে পারলে আরো ভালো। রোদে ফেলে রাখলে ক্ষতিকারক ব্যাকটেরিয়া শেষ হয়ে যাবে। এইভাবে বিভিন্ন প্রক্রিয়ায় আপনার বাড়ির সাধের গদিটি পরিষ্কার করতে পারবেন আপনি।