সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অনুব্রতর চালকল থেকে গনবণ্টন দপ্তর চাল কিনতো, ব’হু ন’থি উ’দ্ধা’র করেছে CBI

শুক্রবার অনুব্রত মণ্ডলের চালকলে সারাদিন তল্লাশি চালিয়েছেন সিবিআই এর আধিকারিকেরা। ভোলে বোম রাইস মিলে তল্লাশি চালিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নথি হাতে এসেছে সিবিআই এর। সেখান থেকে নানা গুরুত্বপূর্ণ তথ্য জানা যাচ্ছে।

এই নথি থেকে জানা যাচ্ছে যে অনুব্রত মণ্ডলের চালকলের সঙ্গে রাজ্যের গণবন্টন দপ্তরের লেনদেন ছিল। এই তল্লাশি কার্য থেকে জানা গিয়েছে যে অনুব্রত মণ্ডলের রাইস মিল থেকে গণ বন্টন দপ্তর প্রচুর চাল কিনেছিল।

এই লেনদেনের অংকটা ছিল বেশ কয়েক কোটি টাকা। তবে নির্দিষ্ট অংকটা এখনো বলেননি তদন্তকারী আধিকারিকেরা। উদ্ধার হওয়ার নথি থেকে শীঘ্রই এই টাকার অংকটা জানা যাবে বলে জানিয়েছে সিবিআই। সে ক্ষেত্রে অনুব্রত মণ্ডলের বেআইনি কারবারের সঙ্গে রাজ্যের গনগণ্টন ব্যবস্থাও জড়িয়ে যেতে পারে।

আরো পড়ুন: নিজেদেরকে এদেশের নাগরিক ভাবুন, সংখ্যালঘু নয়, বাংলাদেশি হিন্দুদের বা’র্তা শেখ হাসিনার

দুর্গাপুরের একটি শোরুম থেকে মোট ১ কোটি সাত লক্ষ টাকার গাড়ি কেনা হয়েছিল এই চালকলের জন্য। গত দুই বছরে মোট ২৮ লক্ষ টাকা জিএসটি দিতে হয়েছে এই গাড়ির জন্য। অনুব্রত মণ্ডলের রাইস মিলে তল্লাশি চালানোর সময় সেখানে পরপর পাঁচটি গাড়ি দাঁড় করানো রয়েছে। এর কোনোটির মালিক অনুব্রত মণ্ডল কিংবা তার পরিবারের সদস্যরা নন।

এর মধ্যে একটি গাড়ির মালিক প্রবীর মন্ডল নামের এক গাড়ি ব্যবসায়ীর বলে জানা গিয়েছে। তিনি সিউড়ির বাসিন্দা। টেন্ডার পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জোর করে তার কাছ থেকে ৪৬ লক্ষ টাকার গাড়ি কিনেছিলেন অনুব্রত।