সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নিজেদেরকে এদেশের নাগরিক ভাবুন, সং’খ্যা’ল’ঘু নয়, বাংলাদেশি হি’ন্দুদের বা’র্তা শেখ হাসিনার

বাংলাদেশের মৌ’লবা’দী’দের দাপটে সং’খ্যা’ল’ঘু হি’ন্দু’দের জীবননির্বাহ দু’ষ্ক’র হয়ে পড়ছে। সং’খ্যা’ল’ঘু সেখানে বারবার হা’ম’লা’র শিকার হচ্ছেন। গত বছরের দূর্গা পূজাতে ভয়াবহ সা’ম্প্র’দা’য়িক হিং’সা’র সাক্ষী থেকেছে এই প্রতিবেশী রাষ্ট্র। বর্তমান পরিস্থিতিতে হি’ন্দু’দের পাশে দাঁড়িয়ে বার্তা দিলেন বাংলাদেশের প্র’ধা’নমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার ঢাকায় জ’ন্মা’ষ্টমী উদযাপন পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতাদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠানে হাসিনা স’না’তন হি’ন্দু সম্প্র’দা’য়কে দেশের নাগরিক বলে উল্লেখ করেন।

তিনি বলেন নিজেদেরকে সং’খ্যা’ল’ঘু মনে না করে এই দেশের না’গ’রি’ক মনে করতে হবে। সং’খ্যা’লঘু’রা এই দেশেরই নাগরিক। তিনি বলেছেন না’গ’রি’ক অধিকার সমানভাবেই ভোগ করবেন হি’ন্দু ধ’র্মা’ব’ল’ম্বীরা।

আরো পড়ুন: পায়রা মেট্রো স্টেশনে বা’সা বেঁধেছে, তা’ড়া’তে ভাড়া করা হলো বাজপাখি

জাতির জনক এই দেশ স্বাধীন করার পর যে সং’বি’ধা’ন দিয়েছিলেন তার চারটি মূলনীতিতে জা’তী’য়তাবাদ, গণ’ত’ন্ত্র, স’মা’জ’ত’ন্ত্র এবং ধর্ম’নি’র’পে’ক্ষ’তা’র কথার উল্লেখ রয়েছে। ধ’র্ম’নি’র’পে’ক্ষ’তা’কে গুরুত্ব দিয়েছিলেন তিনি অর্থাৎ সব ধরনের মানুষ সমান ভাবে তাদের ধ’র্ম পালন করতে পারবেন।

বাংলাদেশের মাটিতে যাদের জ’ন্ম তারা সকলেই সমান অধিকার নিয়ে বাস করবেন এটাই ছিল জা’তি’র জ’ন’কের লক্ষ্য। এমনটাই বলেছেন শেখ হাসিনা। ২০২১ সালের দূ’র্গা পূজার সময় বাংলাদেশের ভ’য়া’ব’হ সা’ম্প্র’দা’য়ি’ক হা’ম’লা হয়। একের পর এক মন্ডপে ভাং’চু’র চালায় মৌ’ল’বা’দী’রা।