সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আ’রো একধাপ এগিয়ে গে’লো ভারত, ফের ভারতে আ’স’তে চলেছে ১২ টি চিতা

ভারত নানান রকম জীব বৈচিত্রের দেশ। বৈচিত্র্যময় এই দেশের কিছু কিছু জীব বিলুপ্ত হয়ে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছে ভারতের বন্যপ্রাণ সংরক্ষণ দপ্তর। এবার ভারতের মাটি থেকে বিলুপ্ত হয়ে যাওয়া এক ধরনের বিশেষ চিতার প্রজাতিকে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে মধ্যপ্রদেশের কানহা জাতীয় উদ্যানে আটখানা বিশেষ প্রজাতির চিতা ছাড়া হয়।

জানা গিয়েছে এই জানুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকা থেকে আরও বারটি চিতা ভারতবর্ষে আনা হবে। ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে সমস্ত আলোচনা চূড়ান্ত হয়ে গিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে বিশেষ প্রজাতির ওই চিতাগুলিকে বিমানে আনা হবে ভারতে।।

কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক জানিয়েছে জানুয়ারি মাসের মধ্যে বারোটি চিতা আসবে ভারতে। দক্ষিণ আফ্রিকার আধিকারিকদের সঙ্গে বেশ কয়েক প্রস্থ বৈঠক হয়েছে। এক ডজন সীতাকে নিয়ে আসা এবং তাদেরকে লালন পালন করবার জন্য ভারত সরকার সম্পূর্ণ প্রস্তুত। সাতটি পুরুষ এবং পাঁচটি মহিলা চিতা আসবে একসঙ্গে।

আরো খবর: মাটির নিচে ঢু’কে যা’চ্ছে উত্তরাখণ্ডের এই মন্দির শহর, জোশীমঠে বি’প’জ্জ’ন’ক প’রি’স্থি’তি

ভারতের ব্যাঘ্র সংরক্ষণ আধিকারিকদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় সেই অনুযায়ী একটি সম্মেলনে প্রেসেন্টেশন পেশ করা হয়েছিল। সেখানে জানানো হয় কানহা জাতীয় উদ্যানে নজরদারির মধ্যে থাকবে এই চিতাগুলি। ১৯৪৭ সালে ভারতবর্ষের শেষ চিতা বাঘের মৃত্যু হয় তারপর আর কোন চিতার অস্তিত্ব ছিল না।

২০২২ সালের ১৭ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে চিতা প্রজেক্ট নামে একটি নতুন প্রকল্পের সূচনা করা হয়। নামিবিয়া থেকে আটটি চিতাকে নিয়ে আসা হয় রাজস্থানের জয়পুরে তারপর তাদেরকে রেখে আসা হয় কানহা জাতীয় উদ্যান। মোদি নিজেই সেই চিতাগুলিকে দেখাশোনা করেছেন। লক্ষ্য একটাই যাতে বংশ বৃদ্ধির মাধ্যমে চিতা প্রজাতিকে আবারো ভারতে সমহিমায় ফিরিয়ে আনা যায়।