সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পাটনা কো’র্ট চত্বরেই প্র’কা’শ্যে ঘু’ষ খাচ্ছেন আদালতের কর্মীরা, সব ফাঁ’স স্টিং অপারেশনে

সাধারণ একজন পিওন, আদালপ্ত চত্ত্বরেই প্রকাশ্যে চলছে ঘুষ নেওয়া। তবে শুধু আদালত চত্ত্বর নয়, আদালতের ভেতরেও চলছে ঘুষ নেওয়া। ২০১৭ সালের এক সন্ধ্যার ঘটনা উঠে এসেছিল টিভির পর্দায়। পাটনা আদালতের কর্মীদের এই ঘটনা সামনে এসেছিল সবার। আদালত চত্ত্বরে বসে প্রকাশ্যে ঘুষ নেওয়া চলছে। পাটনার বহু নিচুতলার কর্মী এই কাজের সাথে যুক্ত।

সকলের সামনে তাদের হাতে ঘুষ গুজে দেওয়া হচ্ছে। এক স্টিং অপারেশনের দ্বারা তাদের এই কুকীর্তি প্রকাশ্যে এসেছে। স্টিং অপারেশনের দ্বারা জানা গেছে যে, ঘুষ দেওয়া নেওয়ার খেলা চলছে, আদালতের নিচু তলার থেকে আইনজীবী সবাই ঘুষ নেয়, বিচারাধীন বন্দীদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য।

২০১৭ সালের এই ঘটনা ২০২২ সালে কেন উঠল হঠাত? সেই নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে। আসলে ঘুষ কান্ডের অভিযুক্তদের বিরুদ্ধে পাটনা আদালতে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। আর তারপরেই সেই মামলা চলে যায় সিবি আই এর কাছে। পাটনা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছিল দোষিদের সকলকে চাকরি থেকে ছাটাই করা হবে।

দেশের দীর্ঘতম নামের রেলস্টেশন এখন এটিই, উচ্চারণ করতে শতবার ভা’ব’তে হবে!

মোট ১৬ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়। প্রথম দিকে একটু গাফিলতি হলেও পরে নিয়ম মেনেই মামলার শুনানী হয়। অভিযুক্তদের কড়া শাস্তির দাবিতে সরব হয়েছিলেন আইনজীবী দীনেশ সিং। তিনি বলেন ২০২০ সালে জানুয়ারিতে দোশীদের বিরুদ্ধে সাজা শোনায় আদালত।

মামলার সমস্ত তথ্য হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে জমা দিতে হবে। পরবর্তীতে ২০২১ সালের জানুয়ারীতে ১৬ জনকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়। তার সাথে তাদের বিরুদ্ধে পাটনার পিরবভোর থানায় এফ আই আর দায়ের করা হয়।