সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অনন্য বিশ্বরেকর্ড, আকাশজুড়ে শুধুই বা’জে’র ঝ’ল’কা’নি! ৭৭০ কিমি দী’র্ঘ ব’জ্র’পা’ত আমেরিকায়

770 কিলোমিটার দীর্ঘ আকাশ জুড়ে বজ্রের ঝলকানির সাক্ষী থাকলো আমেরিকা। বিজ্ঞানের অভাবনীয় সাফল্যের এই বিদ্যুৎ রেখার দৈর্ঘ্য মেপে ফেলা সম্ভব হয়েছে। সম্প্রতি বিজ্ঞানীরা জানালেন আমেরিকার আকাশ জুড়ে এমন একটি বজ্রের দেখা মিলেছে যার দৈর্ঘ্য ছিল প্রায় 770 কিলোমিটার। এভাবে কার্যত যেন বিশ্ব রেকর্ড গড়ে ফেলল এই বজ্রপাত।

উল্লেখ্য এই ঘটনা অবশ্য দুই বছরের পুরনো। দুই হাজার কুড়ি সালের 29 এপ্রিল এই ঘটনা ঘটে। আমেরিকার আকাশ জুড়ে 768 কিলোমিটার দীর্ঘ বজ্রপাত হয়। মিসিসিপি, লুসিয়ানা এবং টেক্সাস জুড়ে এই বজ্রপাত দেখা গিয়েছে। মঙ্গলবার বিশ্ব রেকর্ডের কথা জানিয়েছে রাষ্ট্রসংঘ।

রাষ্ট্রসঙ্ঘের অধীনস্থ বিশ্ব আবহাওয়া সংস্থা ডাব্লু এম ও সম্প্রতি এই মর্মে একটি বিবৃতি পেশ করেছে। সেখানে জানানো হয়েছে নিউইয়র্ক এবং ওহিওর কিংবা লন্ডন থেকে জার্মানি শহর হামবুর্গের দূরত্বের সমান বজ্রের সৃষ্টি হয়েছিল আকাশে। এর আগে ব্রাজিলেও এমন একটি সুদীর্ঘ বাজের দেখা মিলেছিল। আগের বারের থেকে এটি প্রায় 60 কিলোমিটার বেশি দীর্ঘ।

বিদ্যুৎ রেখার স্থায়িত্ব রেকর্ড করে ফেলেছে। দুই হাজার কুড়ি সালের 18 জুন উরুগুয়ে এবং উত্তর আর্জেন্টিনার আকাশে যে বজ্রপাত হয়েছিল তার স্থায়িত্ব ছিল 17.1 সেকেন্ড। আর্জেন্টিনার আকাশেই এমন বজ্রপাত হয়েছিল। বজ্রপাত সম্পর্কিত পরীক্ষা-নিরীক্ষা চালানোর সময় এই অদ্ভুত তথ্য জানা গিয়েছে।