সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আধার কার্ডে লিঙ্ক করা মোবাইল নম্বর কি ভুলে গেছেন? বদলাবেন যেভাবে

আধার কার্ড মানুষের প্রধান পরিচয় পত্র। যেকোনো দরকারি কিংবা অফিসিয়াল কাজে আধার কার্ড ব্যবহার করা বাঞ্ছনীয়। সম্প্রতি আধারের সঙ্গে প্যান কার্ডের লিংক নিয়ে ঝড় উঠেছিল গোটা দেশজুড়ে। জরিমানা হিসেবে প্রতিটা মানুষের কাছ থেকে ১০০০ টাকা নেওয়া হচ্ছিল। তবে আপনার মোবাইল এবং email আইডির সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা আছে কিনা সেটা এখন আপনি সহজেই দেখতে পারবেন।

ইউআইডিএআই নাগরিকদের জন্য একটি নতুন প্রকার সুবিধা চালু করেছে। যার সাহায্যে মোবাইল নাম্বার এবং email address এর সঙ্গে আপনার আধার কার্ড সংযোগ করা রয়েছে কিনা সেটা সহজেই দেখা যাবে। সাধারণ মানুষ তাদের মোবাইল নম্বর এবং ইমেইল আইডি যাচাই করতে সক্ষম হবেন।

এই জিনিসগুলি ইউআইডিএআই তাদের গ্রাহকের জন্য চালু করেছে। মোবাইল নম্বর এবং ইমেইল এড্রেস আধারের সঙ্গে লিঙ্ক করা বাধ্যতামূলক। নাগরিকরা ভাবেন যে আঁধারে ওটিপি অন্য কোন মোবাইলে যাচ্ছেনা তো।

আরো খবর: কিছুদিন পরেই ভোট, তার আগেই সন্তানের জন্ম দিলেন প্রধানমন্ত্রী পদের দাবিদার

সেক্ষেত্রে এই পোর্টাল সুবিধার কারণে আধার ধারীরা সহজেই চেক করতে পারবেন তাদের মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ডের কানেকশন। মোবাইল নম্বর এবং ইমেইল আইডি যাচাই করতে একজন ব্যবহারকারীকে প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট https://myaadhar.uidai.gov.in অথবা mAadhaar অ্যাপে যেতে হবে।

এরপর সেখানে ইমেল বা মোবাইল নম্বর যাচাই করার জন্য ক্লিক করতে হবে।যদি অন্য নম্বর যুক্ত থাকে তাহলে সহজেই খুঁজে পাবেন। নম্বর আপডেট করতে পারবেন আধার কার্ড ধারীরা।

যদি মোবাইলটি যাচাই করা হয়ে থাকে তবে আপনার কাছে একটি মেসেজ আসবে। আধারের সঙ্গে যদি ইমেইল বা মোবাইল নম্বর আপডেট করতে চান তাহলে আধার কেন্দ্রেও যেতে পারেন