সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কিছুদিন পরেই ভোট, তার আগেই সন্তানের জন্ম দিলেন প্রধানমন্ত্রী পদের দাবিদার

সামনেই থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট। ভোটের আগে হাতে গোনা ১৩-১৪ দিন বাকি রয়েছে। এমন অবস্থায় কন্যা সন্তানের জন্ম দিলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী-পদের অন্যতম প্রতিদ্বন্দ্বী পেয়িটংটার্ন শিনাওয়াত্রা।

নিজের সোশ্যাল মিডিয়াতে নবজাতকের সঙ্গে ছবি পোস্ট করে সকলকে তিনি সুখবরটি জানিয়েছেন। ৩৬ বছর বয়সের এই রাজনীতিক থাইল্যান্ডের বিরোধী দল ফেউ থাইের নেতা। তিনি জানিয়েছেন যে মা হয়ে খুবই আনন্দিত।

এই অবস্থাতেও ভোটের কাজে বিন্দুমাত্র ফাঁকি দেননি। একটু সুস্থ হলেই তিনি আবার ভোটের কাজে বেড়িয়ে পড়বেন। এমনকি হসপিটালে ভর্তি হওয়ার আগের দিন পর্যন্ত তিনি জোরকদমে ভোটের প্রচার সেরেছেন। নবাগত সন্তান যে তার জন্যে শুভ হবে,এ নিয়ে তিনি যথেষ্ট আশাবাদী।

আরো খবর: রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়ি ও শোরুমে আ’চ’ম’কা ED-IT-র হা’না

পেয়িটংটার্ন শিনাওয়াত্রা থাইল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অন্যতম ধনী বিলিওনেয়ার থাকসিন শিনাওয়াত্রার। ২০০৬ সালে দুর্নীতির অভিযোগে দেশের মিলিটারি তাঁকে ক্ষমতাচ্যুত করেছিল।

 

View this post on Instagram

 

A post shared by Paetongtarn Shinawatra (@ingshin21)

শাস্তির হাত থেকে নিজেকে বাঁচাতে তিনি নিজেই দেশ ছেড়ে পালিয়ে জন। এইদিন তিনি টুইট করে জানান তার গ্র্যান্ডচাইল্ডের জন্য তিনি উল্লসিত। তবে নবাগতকে সামনে থেকে দেখতে না পারার কারণে তিনি কিছুটা মর্মাহত।