সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়ি ও শোরুমে আ’চ’ম’কা ED-IT-র হা’না

রাজ্যের ফের আরেকবার আয়কর দফতরের হানা, এবার হানা রায়গঞ্জের বিধায়ক তথা প্যাক চেয়ারম্যান কৃষন কল্যাণীর বাড়িতে। আজ বুধবার এই হানা দেওয়া হয় কেন্দ্রীয় সংস্থার তরফ থেকে, তার বিরুদ্ধে আর্থিক গোলযোগের হিসাব রয়েছে ও কর ফাকি দেওয়ার অভিযোগও রয়েছে।

আজ বুধবার সকালেই বিধায়কের বাড়ি ও অফিস ঘিরে ফেলা হয়েছে। এটা অবশ্য নতুন নয় এর আগেও বিধায়ক কৃষ্ণ কল্যাণীর ওপরে আয়কর ফাকি দেওয়ার অভিযোগ উঠেছে। প্রথম দিকে তিনি যখন বিজেপিতে ছিল তখন শাসক দল তৃণমূল সরব হয়েছিল তার বিরুদ্ধে।

এবার যখন তিনি শিবির বদল করেছে, তখন বিজেপি সেই সমস্ত কিছু নিয়ে নাড়াঘাটা শুরু করেছে। গত বছ্র অবশ্য পার্থ চট্টোপাধ্যায়ের গেফতারির সময় ইডি তাকে তলব করেছিল। একটি টিভি চ্যানেলে বিজ্ঞাপন অর্থ ব্যয় ও আয়কর ফাকি দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

আরো খবর: জাস্টিস গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে বিচারপতি অমৃতা সিংহার বে’ঞ্চে গেলো মামলাগুলো

এতদিন সমস্ত কিছুই চুপচাপ ছিল, কিন্তু হঠাত করেই আজ বুধবার কৃষ্ণ কল্যাণের অফিস ও বাড়ি ঘেরাও করেছে আয়কর বিভাগের আধিকারিকরা।

সুদর্শনপুরে নাকি তার একটি গাড়ির শোরুম আছে, সেখানেও হানা দিয়েছে আধিকারিকরা, এবার বিধায়কের আরও একটি বাড়িতে হানা দেওয়ার কথা রয়েছে তাদের।