সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বেজিংকে পা’ল্টা চা’প! চীন সীমান্তে সামরিক ম’হ’ড়া ভারত ও আমেরিকার

মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর শেষ না হতেই চিন কিন্তু উস্কানিমূলক কার্যকলাপ শুরু করে দিয়েছে। তাইওয়ানের আশেপাশেই চীন সামরিক মহড়া শুরু করেছে। তাহলে কি এই যুদ্ধের আশঙ্কা দেখা যাচ্ছে?

এবার চীনের এই কার্যকলাপের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ভারত ও আমেরিকা। সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে ভারত চীন সীমান্তের কাছেই আগামী অক্টোবর মাসে ভারত ও আমেরিকা যৌথ সামরিক মহড়া দিতে চলেছে।

উত্তরাখণ্ডের অউলিতে যেটা কিনা ১০ হাজার ফিট উচ্চতায়, আগামী ১৮-৩১ অক্টোবর পর্যন্ত এই মহড়া চলবে দুই দেশের মধ্যে। মার্কিন সামরিক বাহির তথ্য অনুযায়ী জানা গেছে, অধিক উচ্চতায় যুদ্ধ মহড়ার ওপর জোর দেওয়া হবে।

আরো পড়ুন: বিমান ভা’ড়া এবার হতে পারে আ’রো স’স্তা অথবা দামি’! নি’য়’মে ব’ড়ো রদবদল

যুদ্ধ মহড়া কিন্তু অস্বাভাবিক কোনো ব্যাপার নয় কারণ বিভিন্ন দেশের সাথে ভারতের যুদ্ধ মহড়া হতেই থাকে। তবে এই যুদ্ধ মহড়ার স্থান কাল বেশ তাৎপর্যপূর্ণ।

এদিকে সংবাদ মাধ্যমকে ইউএস আর্মি প্যাসিফিকের মেজর জোনাথন লুইস নিক্কেই জানিয়েছেন, এইবারের যুদ্ধ মহড়ার আসল লক্ষ্য হলো ঠান্ডা ও উচ্চতার সাথে মানিয়ে নিয়ে সামরিক মহড়া করা।

জানা যাচ্ছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে ৯৫ কিমি দূরে হতে পারে এই মহড়া। আগের তথ্য অনুযায়ী উত্তরাখণ্ডে ভারত যুদ্ধ মহড়ার আয়োজন করেছিল তবে সেটা চিন সীমান্ত থেকে অন্তত ৩০০ কিমি দূরে।

তবে এবারের দূরত্ব অনেকটাই কম, যেটা বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ভারত যে চিনের চোখ রাঙানো কে ভারত ভয় পায় না।