সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিশ্ব বাজারে তেলের রেকর্ড দা’ম বৃ’দ্ধি, জানুন আজকের পেট্রোল ও ডিজেলের দা’ম

২০১৪ সালের পর এটাই সর্বোচ্চ দামে বৃদ্ধি, অপরিশোধিত তেলের ক্ষেত্রে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম গত ৭ বছরের মধ্যে সবথেকে অধীক। কিন্তু অবাক করার বিষয় হলো,আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি হওয়ার পরেও, দেশের জ্বালানির দাম অপরিবর্তিত রয়েছে গত কয়েক মাস থেকে। আজ শনিবার দেশের জ্বালানির দাম ঘোষণা করা হয়েছে, সেখানেও তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

বর্তমান সময়ে দাঁড়িয়ে এটি একটি ভালো লক্ষণ। কিন্তু যারা বিশেষজ্ঞ তারা মনে করছে, আগামী কয়েক মাসের মধ্যেই বিধানসভা নির্বাচন কয়েকটি রাজ্যে। আর ঠিক সেই কথা মাথায় রেখেই সরকার জ্বালানির দাম অপরিবর্তিত রাখছে দেশে। গত 3 মাস থেকে দেশের জ্বালানির দাম অপরিবর্তিত রাখা হয়েছে, সর্বত্র পেট্রোলের দাম সেঞ্চুরি হাঁকালেও। গত কয়েক মাসে দামের অপরিবর্তন, কিছুটা হলেও চমকে দিয়েছে মানুষকে।

যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে,দীপাবলীর সময় দেশে কিছুটা হলেও জ্বালানির দাম কম করা হয়েছিল। কারণ কেন্দ্র ও রাজ্য সরকারের তরফ থেকে জ্বালানির ওপর ট্যাক্স অনেক ক্ষেত্রেই কমানো হয়েছিল, যার কারণে লিটার প্রতি জ্বালানির দাম ১০-১৭ টাকা করে কমে গিয়েছিল। তবে এই আন্তর্জাতিক বাজারে দৈনিক অপরিশোধিত তেলের দাম ওঠানামা করায় , দেশের বাজারে কিছুটা হলেও প্রভাব পড়ে।ক্রুড অয়েলের দাম ৬৯-৮৫ ডলার প্রতি ব্যারেল হিসেবে ঘোরাফেরা করে। দৈনিক পেট্রোল ও ডিজেলের দাম নির্ধারণ করে দেশীয় সরকারি তেল সংস্থাগুলি। তবে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম বৃদ্ধি হওয়ার পরেও, দেশীয় বাজারে জ্বালানির দাম অপরিবর্তিত থাকায় অবাক সকলে।