সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেশের দীর্ঘতম নামের রেলস্টেশন এখন এটিই, উচ্চারণ করতে শতবার ভা’ব’তে হবে!

ভারতের সবথেকে বড় পরিবহণ পরিষেবা রেল পরিষেবা, এমন কোনো লোক নেই যারা কিনা রেল পরিষেবা গ্রহণ করে না। ধনী কিংবা গরীব সবাই এই রেল পরিষেবা গ্রহণ করে থাকে। ভারতে রেলের গুরুত্ব যে কতখানি, সেটা আর বুঝিয়ে বলার দরকার নেই। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যুক্ত করেছে এই রেল পরিষেবা।

লক্ষাধিক মানুষ দৈনিক রেল যাত্রা করে থাকে। যাত্রীদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, তার জন্য রেলও ব্যবস্থা গ্রহণ করে থাকে সর্বদা। যাত্রীদের যাতে লাইনে দাঁড়িয়ে টিকিট বুক করতে না হয়, তার জন্য অনলাইন অ্যাপের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ব্রিটিশ আমল থেকে চলে আসা এই রেল পরিষেবা বিশ্বের সর্ববৃহত নেটওয়ার্ক।

এই রেলের দীর্ঘ পথে অদ্ভুত জিনিস থাকবে না, সেটা তো হয় না। আমরা যদি রেল যাত্রা করার সময় লক্ষ্য করি তাহলে অনেক এমন অজানা রেল স্টেশনের নাম জানতে পারব যেটা হয়ত শুনে বিশ্বাস হবে না। এমনই একটি রেল স্টেশন রয়েছে যার নাম যদি আপনি উচ্চারণ করেন তাহলে মাথা ঘুরে যাওয়ার জোগাড় হবে।

সোনাক্ষীর ফো’ন হা’রা’লে সবথেকে বেশি স’ম’স্যা হ’বে আমার, বললেন হুম কুরেশি

রেল স্টেশনটি অবস্থিত অন্ধ্রপ্রদেশে।, সেই স্টেশনের নাম এতটাই বড় , যার জন্য সেই স্টেশনে এখন সবাই সবচেয়ে বড় নাম ওয়ালা স্টেশন নামেই চেনে। নামের বানান করতে গেলে নাকি বিশেষজ্ঞদের মাথাও ঘুরে যাবে। সেই রেলওয়ে স্টেশনের নাম হল ভেঙ্কটানারসিমহারাজুভারিপেটা, যা বানানে নাকি ইংরাজির ২৮ টি অক্ষর ব্যবহার করা হয়।