সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কি করে এ’লো চাঁদ? কত ঘন্টায় জ’ন্ম হয়েছিল পৃথিবীর উপগ্রহের?

আমাদের সৌরজগতের যে সমস্ত গ্রহ উপগ্রহ রয়েছে তাদের জন্মকাল নিয়ে কথা বলতে গেলে হয়ত রাত ফুরিয়ে যাবে তাও কথা শেষ হবে না। বিভিন্ন গ্রহ বিভিন্ন ভাবে সৃষ্টি হয়েছে, কিন্তু তার ব্যাখ্যা এখনো কেউ স্পষ্ট দিতে পারে নি। বিভিন্ন বিজ্ঞানীদের বিভিন্ন মতামত রয়েছে, তবে এবার যদি পৃথিবীর একমাত্র উপগ্রহ চাদের কথা বলা যায় তাহলে তার সৃষ্টি তত্ব নিয়ে নতুন কিছু তথ্য উঠে এসেছে, যেটা সত্যি অবাক করার মতো।

গবেষকেরা মনে করেন আসলে চাদের সৃষ্টিতে বেশি সময় লাগে নি, মাত্র কয়েকঘন্টার মধ্যেই নাকি তৈরী হয়েছে আস্ত একটি চাঁদ। বিজ্ঞানীরা মনে করেন, পৃথিবীর একমাত্র উপগ্রহের তৈরী হতে কিন্তু শতাব্দীর পর শতাব্দী লাগে নি। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তৈরী হয়েছে এই চাঁদ।

চাদের সৃষ্টিতত্ত্ব নিয়ে এর আগে বহুবার গবেষণা হয়েছে, তবে এবার যে তথ্য উঠে এসেছে সেটা সত্যি অবাক করার মতো। চাদের উতস সম্পর্কে বিজ্ঞানীরা নতুন নতুন মোড়ের কথা উল্লেখ করেছে। আসলে এই নিয়ে গবেষণা করেছেন ‘ইনস্টিটিউট ফর কম্পিউটেশনাল কসমোলজি’র একদল গবেষক। তারা জানায় চাদের সৃষ্টি হয়েছিল মাত্র কয়েক ঘন্টার মধ্যে। পৃথিবীর সাথে যখন থিয়া নামে এক মহাজাগতিক বস্তুর ঘর্ষণ হয় তখন চাদের সৃষ্টি হয়।

আরো পড়ুন: আগে প্রতি ১১ অক্টোবর দিনটিতে দিলীপ কুমার ও অমিতাভের ম’ধ্যে ফুল বিনিময় হ’তো

গবেষকেরা এই ঘটনা পুনর্নিমান করেছেন। তীব্র সংঘর্ষের ফলেই এমনটা হয়েছিল। পৃথিবী থেকে ও থিয়া থেকে কিছু পদার্থ ছিটকে বেড়িয়ে এসেছিল যেটা এখন চাঁদ নামে পরিচিত। পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকা এই মহাজাগতিক বস্তু বছরের পর বছর চাঁদ নামে পরিচিতি পেয়েছে, যেটার উল্লেখ রয়েছে দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স’ গবেষণা পত্রে।