সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ন’য়া বছরে কি ১০০০ টাকার নোট ফি’র’বে? কি বললো সরকার?

অনেক দিন থেকেই শোনা যাচ্ছিল যে, ২০০০ টাকার নোট বাতিল হয়ে যাবে আর তার বদলে বাজারে আসবে নতুন ১০০০ টাকার নোট। কিন্তু সবই ঠিক আছে তাহলে কি ২০০০ টাকার নোট বন্ধ হয়ে যাবে? এই প্রশ্নের উত্তর কেউ দিতে না পারলেও এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি বার্তা দেওয়া হয়েছে।

২০১৮-১৯ সালের পর ২০০০ টাকার নোট ছাপার জন্য কোনো ইন্ডেন্ট দেওয়া হয় নি ঠিকই। তবে স্যোশাল মিডিয়ায় দাবি করা হয়েছে ২০২৩ সালে নাকি ১০০০ টাকার নোট ফিরে আসতে চলেছে। তবে এই দাবি একেবারেই ভুল এমনটা জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

আপাতত সরকারের ২০০০ টাকার নোট বন্ধ করে ১০০০ টাকা চালু করার কোনো সিদ্ধান্ত নেই। ২০১৬ সালে কেন্দ্রীয় সরকার ১০০০ টাকার নোট বাতিল করে দিয়েছিল, তার পরেই ২০০০ টাকার নোট চালু করেছিল।

আরো খবর: রোজই ডিম খা’ন? দি’নে কটা ডিম খাওয়া আপনার জন্য ভা’লো? বে’শি পরিমাণ খেলে কি হ’য়?

তবে আপাতত ২০০০ টাকার নোট বাতিল করার কোনো পরিকল্পনা নেই কেন্দ্রীয় সরকারের। পি আই বি ফ্যাক্ট চেক এই ধরনের জাল খবর ও বিভ্রান্তিকর বার্তা ফরোয়ার্ড করার বিরুদ্ধে সতর্ক করেছে।

ইতিমধ্যেই সরকারের তরফ থেকে টুইট করে বলেছে যে, বর্তমানে যে খবর ঘুরে বেড়াচ্ছে সেটা পুরোটাই ভুয়ো। এইধরনের খবর ফরোয়ার্ড করাটাও অপরাধ। কারণ ২০০০ টাকার নোট বাতিল হচ্ছে না।