Indian Railway: হাওড়া স্টেশনের ব’দ’লে শালিমার থেকে ৮ টি স্পেশাল ট্রেন ছা’ড়’বে, জেনে নিন

হাওড়া স্টেশন থেকে চাপ কমানোর উদ্দেশ্যে এবার এক নতুন পদক্ষেপ গ্রহণ করল দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ। দক্ষিণ-পূর্ব রেলের আটটি স্পেশাল ট্রেন এবার হাওড়া স্টেশন থেকে আর ছাড়া হবেনা। হাওড়া স্টেশনের বদলে এবার থেকে শালিমার স্টেশন থেকে ছাড়া হবে ওই আটটি ট্রেন। সম্প্রতি দক্ষিণ পূর্ব রেলওয়ের তরফ থেকে একটি নির্দেশিকায় এমন ঘোষণা করা হয়েছে।

রেলের তরফ থেকে জানানো হয়েছে যে 02102 হাওড়া এলটিটি স্পেশাল আগামী 4ঠা নভেম্বর থেকে হাওড়ার পরিবর্তে শালিমার স্টেশন থেকে ছাড়বে। 02101 এলটিটি হাওড়া স্পেশাল ট্রেন 2 রা নভেম্বর এলটিটি থেকে শালিমার পর্যন্ত যাত্রা করবে। আরও জানানো হয়েছে যে 09206 হাওড়া পোরবন্দর স্পেশাল ট্রেনটি আগামী বছরের 15 ই জানুয়ারি শালিমার থেকে যাত্রা শুরু করবে।

09205 রিটার্ন পোরবন্দর হাওড়া স্পেশাল আগামী বছরের 13 ই জানুয়ারি পোরবন্দর থেকে শালিমার যাত্রা শেষ করবে। 02906 হাওড়া ওখা স্পেশাল ট্রেন আগামী বছরের 18ই জানুয়ারি শালিমার স্টেশন থেকে ছাড়বে এবং 02905 ওখা হাওড়া স্পেশাল ট্রেনটি 16ই জানুয়ারি ওখা থেকে শালিমার স্টেশনে আসবে।

08047 হাওড়া ভাস্কো-ডা-গামা স্পেশাল হাওড়ার পরিবর্তে শালিমার থেকে ছাড়বে আগামী বছরের পয়লা জানুয়ারি। 08048 ভাস্কো-ডা-গামা হাওড়া স্পেশাল 4ঠা জানুয়ারি শালিমার পর্যন্ত আসবে। 08645 হাওড়া থেকে শালিমার এ আসবে 2রা জানুয়ারি। 08646 হায়দ্রাবাদ হাওড়া স্পেশাল 4ঠা জানুয়ারি শালিমার এ আসবে। 02543 হাওড়া চেন্নাই স্পেশাল 14 ই জানুয়ারি হাওড়ার পরিবর্তে শালিমার থেকে ছাড়বে। 02544 চেন্নাই হাওড়া স্পেশাল 15 ই জানুয়ারি চেন্নাই থেকে শালিমার আসবে।

02087 হাওড়া পুরী স্পেশাল 14 ই জানুয়ারি হাওড়া থেকে ছাড়বে এবং 02088 পুরি স্পেশাল 15 জানুয়ারি শালিমার পর্যন্ত আসবে। 08409 হাওড়া পুরী স্পেশাল 15 জানুয়ারি হাওড়া নাচেরে শালিমার থেকে ছাড়বে। 08410 পুরি হাওড়া স্পেশাল 14 জানুয়ারি পুরি থেকে শালিমার আসবে।