Home রাজনীতি শুভেন্দু অধিকারীর শিক্ষাগত যো’গ্য’তা কতটা? কি নিয়ে পড়াশোনা করেছেন?

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শুভেন্দু অধিকারীর শিক্ষাগত যো’গ্য’তা কতটা? কি নিয়ে পড়াশোনা করেছেন?

তথ্য: আজতক বাংলা

আজ জানবো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সম্পর্কে দু চার কথা কারণ প্রায়শঃই ভুয়ো খবর দেখে থাকি আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, ভুয়ো তথ্যও পেয়ে থাকি যার সত্য মিথ্যা যাচাই না করে সোশ্যাল মিডিয়ার সে খবর নিমেষে ভাইরাল হয় এবং সকল মানুষের কাছে বেশ মশলাদার খবর হয়ে থাকে সেটা।

কিন্তু খুব সহজেই আমরা যে এই সমস্ত তথ্য পেতে পারি সে বিষয়ে চিন্তাভাবনা থাকে না আমাদের ঐ সমস্ত ভুয়ো খবরেই মশগুল হয়ে থাকি। আজকের এই প্রতিবেদনটিতে জানবো শুভেন্দু অধিকারীর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে।এ প্রসঙ্গে একটা প্রশ্ন উঠতেই পারে আমরা এই শিক্ষাগত যোগ্যতা জানবো কিভাবে?

তার জন্য বলে রাখা ভালো বিধানসভা কিংবা লোকসভা নির্বাচনের সময় প্রত্যেক প্রার্থীকে তাদের হলফনামা জমা দিতে হয় নির্বাচন কমিশনের কাছে। যেখানে উল্লেখ থাকে তাঁর শিক্ষাগত যোগ্যতা আয় এবং আরো নানান ব্যক্তিগত তথ্য।

আর সেই সমস্ত তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে থাকে যা খুব সহজেই ডাইনলোড করতে পারাযায়। একুশে নির্বাচনের কয়েক মাস আগেই শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগদেন বিজেপিতে এবং তিনি লড়েন নন্দীগ্রাম থেকে।

আরো খবর: মে মাসে কন্যা রাশির কেরিয়ারে উন্নতির স’ম্ভা’ব’না প্রবল! কিন্তু ব্যক্তিগত জী’ব’নে..

যদিও সেখানে চমক ছিল কারণ তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে নিজের আসনটি পাকা করেছিলেন, এটি অত্যন্ত গুরুগম্ভীর বিষয়।

কিন্তু নন্দীগ্রামের আসন থেকে লড়তে গিয়ে সেখানে যে হলফনামা তিনি জমা দিয়েছিলেন তাতে বলা আছে তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ২০১১ সালে ইতিহাসের ওপর এমএ পাস করেন। তবে এর কোন সত্য মিথ্যা যাচাই করা হয়নি যেটুকু তথ্য পাওয়া গেছে সেটুকুই এখানে উপস্থাপিত করা হল।