সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কিছু কিছু স্টেশনের নামের শে’ষে লেখা “Road”, এমন অ’দ্ভু’ত নামকরণের কারণ কি?

ভারতের জনপ্রিয় পাবলিক ট্রান্সপোর্ট বলতে প্রথমেই হলো ট্রেন। প্রত্যেকদিনের নিত্য সঙ্গী বলতে গেলে এই ট্রেন। প্রত্যেকদিন প্রচুর মানুষ এই লোকাল ট্রেনের সাহায্যে যাতায়াত করে, একদিকে ট্রেনের যাত্রা অনেক কম সময় হয় তো অন্যদিকে হলো এটি বেশ আরামদায়ক‌।

আর ট্রেনে সবথেকে সবার প্রিয় জায়গাটি হল জানলার ধার। ভারতীয় রেল ব্যবস্থা গোটা এশিয়ার দুই নম্বর রয়েছে এবং গোটা পৃথিবীতে রয়েছে চার নম্বরে। ভারতীয় রেলওয়ের যাত্রা প্রায় ৯২ হাজার ৮১ কিলোমিটার অঞ্চল জুড়ে রয়েছে। গোটা দেশের রেল স্টেশন রয়েছে ৮৫০০ টি।

আপনি ধরেন যে প্রত্যেকদিন কত মানুষ এই ট্রেনে যাতায়াত করে তাহলে একটি হিসাব করলে বলা যাবে ২২ মিলিয়ন অর্থাৎ প্রায় ২ কোটিরও বেশি মানুষ, তবে একটু খেয়াল করলেই দেখবেন যে প্রত্যেকটি স্টেশনের সাইনবোর্ড গুলোতে স্টেশনের নামের পিছনে নানান রকমের কথা লেখা থাকে।

আরো খবর: “ভোট দিলেই মিলবে রা’স্তা”, দিদির দূ’ত কাকলির ম’ন্ত’ব্যে তোল’পা’ড় রাজ্য

যেমন কোন স্টেশনের নামের পাশে লেখা থাকে জংশন তো কোনো স্টেশনের নামের পাশে লেখা থাকে রোড। বলতে গেলে এই রোড কথাটি কখনো স্টেশনের সাথে একদমই যায় না, কারণ স্টেশন হলো একটি স্থান আর রোড বলতে বোঝায় রাস্তা। তবে কেন এই রেলস্টেশনের নামের পিছনে রোড কথাটি ব্যবহার করা হয়? আসুন জেনে নিই সেই বিষয়ে।

অনেক সময় লক্ষ্য করবেন যে একটি শহরে অনেক সময় দুটি স্টেশন থাকে। এবার দুটি স্টেশনের নাম যদি এক হয় তাহলে খুব অসুবিধা হয়। সেই কারণে স্টেশন দুটিকে আলাদা আলাদা নামে বোঝাতেই রোড কথাটি ব্যবহার করা হয়। এই শব্দটি ব্যবহার হয় প্রধান স্টেশন থেকে দূরে অবস্থিত জায়গাগুলিকে যেখানে ভিড়ও কম থাকবে।