সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নরেন্দ্র মোদি কেমন ছিলেন ছোটবেলায়? অজানা ক’থা শেয়ার করলেন প্রধানমন্ত্রীর ভাই

গত ২০১৪ সালে কংগ্রেস সরকারকে পরাজিত করে এনডিএ সরকার কেন্দ্রের আসনে আসীন হয়েছেন। কিন্তু এই জয় যেন ছিল এক ঐতিহাসিক জয়, বিশেষ করে মানুষ নরেন্দ্র মোদির জয়, এই হিসেবেই সমস্তটা গ্রহণ করেছেন।

এই ব্যাপারটা হওয়া স্বাভাবিক, কারণ একজন চা বিক্রেতা থেকে দেশের প্রধানমন্ত্রী হওয়ার সফর মোটেই সহজ ছিল না। এই পথ অতিক্রম করাটাকেই মানুষ দুহাতে গ্রহণ করেছে। ও তাকে প্রধানমন্ত্রীর পদে বসিয়েছেন।

কিন্তু দেশের মানুষের সমর্থন থাকলেও নরেন্দ্র মোদির পরিবারের তরফ থেকে অনেকবার বিরোধিতা শোনা গেছে। বিশেষ করে তার ভাই প্রহ্লাদ মোদির তরফ থেকে। কিন্তু এবার ভোলবদল লক্ষ্য করা গেল তার ভাইয়ের।

আরো পড়ুন: কোন বিশেষ সময়ে শা’রী’রি’ক স’ম্প’র্ক গড়লেই মেয়েরা প্রেগনেন্ট হয়? জেনে নিন বিশদে

যে একসময় দাদার বিরোধিতা করতে, সে এখন সুনামের পর সুনাম করে চলেছে।তিনি এবার জানিয়েছেন, নরেন্দ্র মোদি নাকি ছোটবেলায় খুবই পরিশ্রমী ছিলেন। কাউকে বিব্রত করার ধাত তার মধ্যে ছিল না।

তাছাড়া তিনি নাকি পড়াশোনায় দারুন ছিলেন। দাদার প্রশংশায় এখন পঞ্চমুখ ভাই, যা সত্যি অবাক করছে সকলকে। তাছাড়া শুধু দাদাকেই নয়, দাদার যে দল তাকেও তিনি দশে দশ দিতে চান। এই সরকারের মতো সরকার আগে ভারতে আসে নি, এই সরকারের লক্ষ্যই হলো “সবকা বিকাশ”।

তিনি আরও বলেন, দাদার পরিবারের অংশ হতে পেরে আমরা গর্বিত। একটা সময় সমস্ত কিছু ছেড়ে দাদা চলে গিয়েছিলেন। নিজের পুরো জীবন তিনি দেশমাতৃকার উদ্দেশ্যে সমর্পণ করেছেন। তিনি এখন ভারত মায়ের সন্তান।

তবে তিনি আমার শুধু দাদা নয়, সারা ভারতবাসীর অভিভাবকও।দাদা এক মধ্যবিত্ত গরীব পরিবারে জন্মগ্রহণ করেন। তার অবদান, তার ত্যাগ সম্পর্কে সবাই জানে।তিনি ভারতবর্ষের গর্ব।

আমি মোদী সরকারকে ১০ এর মধ্যে ১০ দিতে চাই। কারণ এই সরকারের মতো অন্য কোনো সরকার নেই।তার সরকার অসামান্য উপায়ে দেশের উন্নতির স্বার্থে কাজ করে গিয়েছে।।