সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাত্র কিছুদিনের অ’পে’ক্ষা! ভারতেও ছু’ট’বে বুলেট ট্রেন, কোন রুটে চ’ল’বে জেনে নিন

ভারতবাসীর জন্য এবার খুশির খবর। হয়তো এই বিষয় নিয়েই অনেক ধরনের জল্পনা ঘুরে বেড়াচ্ছিল সবার মুখে মুখে। কিন্তু এবার সেই নিয়েই শোনা গেল একটি খবর, সম্প্রতি ন্যাশানাল হাই স্পিড রেল করিডর সূত্রে খবর, ২০২৭ সালে ভারতে প্রথম বুলেট ট্রেন চালু হবে। জানা যাচ্ছে প্রথম এই বুলেট ট্রেন চালু হবে সুরাটে, সেখানেই উদ্বোধন হবে প্রথম বুলেট ট্রেন স্টেশনের।

শুধু এখানেই নয়, ন্যাশানাল হাই স্পিড রেল করিডরের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সতীশ অগ্নিহোত্রী আরও জানিয়েছেন, সুরাট থেকে বিলিমোরার মধ্যে ২০২৬ সালের মধ্যেই বুলেট ট্রেনের ট্রায়াল শুরু হয়ে যাবে।

আর সমস্ত কিছু ঠিক থাকলেই সেটা আগামী ২০২৭ এর মধ্যে পুরোপুরি বুলেট ট্রেন চলবে ভারতে। আগামী বছর সুরাটে বুলেট ট্রেনের স্টেশনের উদ্বোধন করা হবে। এই খবর শুনে একজন ভারতবাসি হিসেবে গর্ব হওয়াটা স্বাভাবিক।

আরো পড়ুন: নিজেদের ল্যাবে মশা তৈ’রি করছে মার্কিন গবেষণা সংস্থা, কারণ জা’ন’লে চ’ম’কে উঠবেন

২০২৩ এর মধ্যেই বুলেট ট্রেন এর স্টেশন তো চালু হবেই তার সাথে ২০২৪ সালে দেশের মধ্যে মোট ৪ টি স্টেশন তৈরী করা হবে।এই বুলেট ট্রেনের জন্য নতুন ধরনের ব্রিজ তৈরী করা হবে যার দূরত্ব ২৩৭ কিমি।

এই ব্রিজ গুলোর নাম ভায়াডাক্ট, যা কিনা বিশেষ ধরনের কলাম দিয়ে যুক্ত থাকবে। এদিকে জাপানের দূত সতোষী সুজুকি জানিয়েছেন, উন্নত টেকনোলজির সহায়তায় বুলেট ট্রেন চালানো জাপানের একটি দায়বদ্ধতা। এটাকে মাথায় রেখেই জাপানের থেকেও বেশী ভারতে সুযোগ সুবিধা থাকবে।।