সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নিজেদের স্ব’চ্ছ ভা’ব’মূ’র্তি বজায় রাখুন, CBI-কে ধু’য়ে দি’লে’ন প্রধান বিচারপতি

এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআইয়ের বিরুদ্ধেও রাজনৈতিক দলের সঙ্গে আঁতাতের অভিযোগ উঠল। এই নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ভৎসনা করলেন সিবিআইকে। সিবিআইকে নিজের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রেখে কাজ করে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

প্রধান বিচারপতির কাছে রাজনৈতিক দল এবং নেতারা আসবেন-যাবেন, তবে সিবিআই থেকে যাবে। সিবিআই কেন্দ্রের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখার দায় আধিকারিকদের নিজেদেরই নিতে হবে বলে উল্লেখ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানার দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের বিশ্বাসযোগ্যতা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে। বিভিন্ন ক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে। কখনো কখনো পুলিশ অফিসাররা হেনস্তার সম্মুখীনও হচ্ছেন।

আরো পড়ুন: পা বেঁধে মাথা নিচের দিকে ঝু’লি’য়ে মা’র’ধ’র, এটা না’কি মজা!

বর্তমান পরিস্থিতিতে সমাজে নিজেদের হারিয়ে যাওয়া সম্মান, বৈধতা এবং মানুষের বিশ্বাস ফিরে পাওয়ার জন্য সিবিআইকে চেষ্টা করতে হবে বলে তিনি জানিয়েছেন। একইসঙ্গে প্রধান বিচারপতি বলেন রাজনৈতিক নেতাদের সঙ্গে যদি আঁতাত না ভাঙ্গে তাহলে সিবিআই কখনও মানুষের ভরসা ফিরে পাবে না।

একই সঙ্গে তিনি বলেন ভারতীয় সংবিধানে পুলিশ বা গোয়েন্দাদের আইনি সমর্থন দেওয়া হয়নি। সেই কারণেই হয়তো পুলিশের ক্রমাগত অবক্ষয় ঘটেছে। এরপর তিনি আরো বলেন একটি সংগঠন তৈরি করা উচিত যে সংগঠন সরকারের নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকবে। সিবিআইসহ অন্যান্য তদন্তকারী সংস্থাগুলি এই সংগঠনের আওতায় থাকবে।

সিবিআই আদেও নিরপেক্ষতার সঙ্গে তদন্ত করে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠেছে বহুবার। তাই রাজনৈতিক ছত্রছায়া থেকে বেরিয়ে সিবিআইকে হৃত মর্যাদা পুনরায় উদ্ধার করতে হবে বলে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি।