সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ছোট থাকতেই লা’ঞ্ছ’না’র শি’কা’র, অতীত জীবন সুখের ছি’লো না! উর্ফির কা’হি’নী চোখে জল আ’ন’বে আপনার

বর্তমানে যদি স্যোশাল মিডিয়ার পেজ খোলা হয় তাহলে যার নাম সবার আগে উঠে আসে সে হল উরফি জাভেদ। তবে অবশ্য বিগবসে অংশ নেওয়ার পরেই তার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। তিনি নাকি ফ্যাশন ডিজাইনার, অদ্ভুত অদ্ভুত তার জামা কাপড়, যেটা নিয়ে তিনি সর্বদাই চর্চার মধ্যে থাকেন তিনি। স্বাভাবিক ভাবে হাসির খোরাক ও ট্রোল পর্যন্ত করা হয় তাকে। কিন্তু নিজের স্থানে তিনি অটুট। অনেকেই অনেক রকম মন্তব্য করেন তাকে। তার নাকি শ’রী’র দেখানোই কাজ।

কেউ কেউ তাকে মানসিক ভাবে অসুস্থ বলেও দাবি করেন। তবে তার ছোট বেলা কেমন ছিল সেটা জেনে নেওয়া যাক, কি কি পরিস্থিতির মুখে পরতে হয়েছে তাকে, সেই সব জানলে আপনি বাধ্য হবেন তার প্রতি আনুগত্য দেখাতে। তার ছোটবেলা কোনোভাবেই এত সুখকর ছিল না, নিজের বাড়িতেই তাকে অ’ত্যা’চা’রে’র শি’কা’র হতে হয়েছে। একবার তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন তার বাবার হাতেই তাকে যৌ’ন হে’ন’স্থা হতে হয়েছে। বাড়ি থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছে সে।

তার জীবনের লড়াইতে পরিবারকে কখনও সে পাশে পায় নি, মাত্র ১১ বছর বয়সেই তার ছবি এ’ডা’ল্ট সা’ই’টে লিক করে দেওয়া হয়। তিনি বলেন, দিনের পর দিন তার বাবা তাকে অত্যাচার করত। তাকে কোনো কিছু বলার সুযোগ দেওয়া হত না। তাকে নাকি মানুষ এমন নামে ডাকত যার কারণে নিজের নাম সে ভুলতে বসেছিল।

আরো পড়ুন: গভীর সমুদ্রে চির’নি’দ্রা’য় দেড়শো বছরের পু’র’নো রেল ইঞ্জিন!

তাকে চিরকাল বলা হত এই সমস্ত মেয়েদের নাকি কোনো কিছু বলার অধিকার নেই, যা বলার পুরুষরাই বলতে পারে। পরে অবশ্য কোনো কিছু সহ্য করতে না পেরে সে তার দুই বোনকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছিল। উত্তরপ্রদেশ থেকে দিল্লি, পরে অনেক কষ্টে একটি কল সেন্টারে কাজের সুযোগ পেয়েছিলেন তিনি। তারপরেই একজন ডিজাইনারের সহকারী হিসেবে কাজ করতে করতে তার জন্য নতুন রাস্তা খুলে যায়। এখন তিনি পুরোপুরি ফ্যাশন ডিজাইনিং এ মন দিয়েছে।