সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার গ্রুপ-ডি-র অনেকেই চা’ক’রি হারাতে পারেন! হেলিকপ্টারে করে তা’লি’কা নিয়ে আসার নি’র্দে’শ বিচারপতির

বেশ কিছুদিন ধরেই এই রাজ্যে চাকরি নিয়ে দুর্নীতি নিয়ে সরব হয়ে উঠতে দেখা গেছে গোটা বাংলাকে। কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে কাউকেই গ্রেফতার করা যাচ্ছিল না। তবে এসএসসি নিয়ে যখন একের পর এক অভিযুক্ত গ্রেফতার হচ্ছিল আস্তে আস্তে আরো অনেকের বিরূদ্ধে আরো অনেক অভিযোগ ধরা পড়েছিল। আর এভাবেই সকলের সামনে আসে কিভাবে ফাঁকা ওএমআর শীট জমা দিয়েও আজ নিশ্চিন্তে চাকরি করছেন একাধিক শিক্ষক।

আর এদের পিছনে কে বা কারা আছেন সে নিয়েও অনেক ধোঁয়াশাই বর্তমানে কেটে গেছে। আর তাই এসএসসি গ্রুপ ডি নিয়োগ নিয়ে বিচারপতি বিশ্বজিৎ বসু চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেছেন। তাই বিচারপতি বৃহস্পতিবার মামলার শুনানি শোনানোর সময় বলেন, ” এরা ছাত্রদের ক্ষতি করেছে, আর নয়। এক মুহুর্ত আর চাকরি করবে না। একদিনও এদের স্কুলে ঢুকতে দেব না। ”

তিনি রেগে গিয়ে আরো জানান যে, আজ বেলা তিনটার মধ্যেই সমস্ত বেআইনি নিয়োগের পার্থীদের নাম, ঠিকানা সব কিছু ইমিডিয়েটলি হাইকোর্টে পেশ করতে হবে। এই নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ জানান যে, এত অল্প সময়ের মধ্যে কি করে সবটা করা হবে। তখন বিচারপতি বসু সাফ জানিয়ে দেয় যে, কোনো এক্সট্রা সময় দেওয়া হবে না। প্রয়োজনে হেলিকপ্টারে আসুক। এতটাই বিরক্ত তিনি এই পুরো এডুকেশন সিস্টেমের উপর।

আরো খবর: বিশ্ব’জু’ড়ে ভারতের জয়জয়কার! ডলারের জায়গায় টা’কা’য় লেনদেন ক’র’বে রাশিয়া-শ্রীলঙ্কা

এদিকে সিবিআই তাদের তদন্তের রিপোর্ট জমা দিয়েছে ইতিমধ্যেই হাইকোর্টে। সেখানেও জানা যাচ্ছে গ্রুপ ডি নিয়োগে বে – নজির জালিয়াতি হয়েছে। রিপোর্টে দেখা গেছে যে কেউ হয়তো ওএমাআর শিটে শূন্য পেয়েছে কিন্তু সেখানে তার নম্বর ৪৩ বসিয়ে দেওয়া হয়েছে।

আর এই সব রিপোর্ট দেখে শুনে বিচারপতি আরো রেগে গিয়েছেন। নির্দেশ দিয়েছেন সব তালিকা আজ দুপুর তিনটার মধ্যে তার কাছে চাই। এবার আগামী দিনে কি অপেক্ষা করছে সেটাই দেখার।