সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শিন্ডেকে মুখ্যমন্ত্রী করার প্র’স্তা’ব আমিই নাড্ডা-শাহকে দিয়েছিলাম: ফড়নবিশ

একনাথ শিন্ডেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করার জন্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে প্রস্তাব দিয়েছিলেন দেবেন্দ্র ফড়নবীশ। তিনি এখন শিন্ডে সরকারের উপমুখ্যমন্ত্রী , তিনি গতকাল জানায় যাতে একনাথ শিন্ডেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়, সেই কারণেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি সভাপতি জেপি নাড্ডার সাথে বৈঠক করেন।

আর সেখানে নাকি তিনি বিদ্রোহী শিবশেনা নেতা শিন্ডের নাম প্রস্তাব করেন। এবারও তিনি মুখ্যমন্ত্রী হতে পেলেন না, সেই দুঃখ ও অসন্তোষের সৃষ্টি হয়েছিল বলে জল্পনা শুরু হয়েছে। এমনকি গত শুক্রবার উপমুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করার পর, তাকে শুক্রবার রাতেই বিজেপির সদর দপ্তরের অনুষ্ঠানেও দেখা যায়নি।

অবশ্য সেদিন সন্ধ্যায় যখন প্রথম সাংবাদিক বৈঠক হয়, সেখানে যখন বিজেপি ও বিদ্রোহী শিবসেনা গোষ্ঠীর সাথে জোট হয় , তখনও নাকি তিনি জানিয়েছিলেন তিনি সরকারের কোনো পদেই থাকবেন না।

আরো পড়ুন: পরীক্ষার খা’তা’য় সেই ভাইরাল লাইন লি’খে এখন অনুতপ্ত পরীক্ষার্থী

কিন্তু পরে অবশ্য বিজেপির তরফ থেকে জানানো হয় দেবেন্দ্র ফড়ণবিশ উপমুখ্যমন্ত্রী পদের জন্য শপথ গ্রহণ করবে। অনুমান করা যায় শাহ ও নাড্ডার নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। যে কারণে ফড়ণবিশ বাধ্য হয়ে নিজের সিদ্ধান্ত থেকে সড়ে দাড়ায় ও উপমুখ্যমন্ত্রী পদের জন্য শপথ গ্রহণ করেন।