সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নিজেদের ল্যাবে মশা তৈ’রি করছে মার্কিন গবেষণা সংস্থা, কারণ জা’ন’লে চ’ম’কে উঠবেন

মশার বংশকে নির্বংশ করা সহজ নয়। বাজারে যতই দামী দামী উপকরণ পাওয়া যাক না কেন, এতে মানুষের শরীর অসুস্থ হলেও মশাদের কিছু এসে যায় না। কাঁটা দিয়ে কাঁটা তোলার ব্যবস্থা করে ফেলল মার্কিন গবেষণা সংস্থা।

সম্প্রতি ক্যালিফোর্নিয়ার বনাঞ্চলে কোটি কোটি মশা ছাড়ার পরিকল্পনা নিয়েছে এই সংস্থা। সংস্থার দাবি এই মশাগুলো হলো ভালো মশা! তারা মারণ রোগ বাহক এডিস ইজিপ্টি মশাদের শায়েস্তা করতে পারবে।

এডিস মশার জিকা, চিকুনগুনিয়া, হলুদ জ্বর ইত্যাদি মারণ রোগ বহন করে থাকে। গোটা পৃথিবীতে সারা বছর এই রোগে বহু মানুষের মৃত্যু হয়।

আরো পড়ুন: আগস্ট থেকে লোনের EMI বা’ড়’তে পা’রে আপনার! কি বলছে RBI?

বার এই মশাদের নিয়ন্ত্রণ করতে মার্কিন গবেষণা সংস্থাটি জিন বদল করে মশা ছাড়ার ব্যবস্থা করেছে। গবেষণাগারে এই যে বিশেষ প্রকারের মশার জন্ম হয়েছে তাদের শরীরে রয়েছে এক প্রকারের প্রোটিন যার ফলে তারা কামড়াতে পারবে না।

এবার এডিস মশা যখন গবেষণাগারে তৈরি এই মশার সংস্পর্শে আসবে তখন তাদের বংশবৃদ্ধি হলেও সেই মশাগুলি মারণ চরিত্র হারাবে।

যার ফলে মশাবাহিত রোগের পরিমাণ কমবে বলে দাবি করছে ওই সংস্থাটি। ইউএস এনভারমেন্ট প্রটেকশন এজেন্সি সম্প্রতি এই প্রজেক্টটিতে ছাড়পত্র দিয়েছে। আপাতত শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।

শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করে যত তাড়াতাড়ি সম্ভব প্রজেক্টকে বাস্তবায়িত করতে চাইছে সংস্থা। তবে এলাকার বাসিন্দারা এই প্রজেক্ট নিয়ে ভয় পাচ্ছেন। শেষকালে গবেষণাগারে তৈরি এই মশা থেকে হিতে বিপরীত না হয়! আশঙ্কা দানা বেঁধেছে তাদের মনে।