সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্কুলের সময়সীমা নিয়ে নতুন দা’বি শিক্ষক ও অভিভাবকদের, কতক্ষণ মা’স্ক পড়তে হ’বে স্টুডেন্টদের?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত করোনা সংক্রান্ত বিধি মেনেই ১৬ ই নভেম্বর থেকে স্কুল কলেজ খোলার কথা ঘোষণা করেন। নবম এবং দশম শ্রেণির ক্লাস শুরু হতে চলেছে কিন্তু অবশ্যই তাদের মাক্স পড়ে এবং করোনা সংক্রান্ত সমস্ত সর্তকতা মেনে তবে ক্লাস করতে হবে। এবং এইখানেই সমস্যার সৃষ্টি হয়েছে। অভিভাবকরা জানিয়েছেন যে একটা স্কুলের সমস্ত পিরিয়ডগুলি মিলিয়ে যথেষ্ট সময় স্টুডেন্টদের ক্লাস করতে হয় এবং এতটা সময় কি করে ছাত্র ছাত্রীরা কিভাবে মাক্স পড়ে ক্লাস করবে। ঘোষনা অনুযায়ী নবম এবং একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের সাড়ে নটার মধ্যে স্কুলে পৌঁছাতে হবে। দশটা থেকে স্কুল শুরু এবং বিকেল সাড়ে তিনটে ছুটি হবে।

অন্যদিকে ইস্কুলের সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের নটার সময় পৌঁছানোর কথা বলা হয়েছে। কিন্তু অন্যদিকে শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের তরফ থেকে স্কুলের সময়সীমা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। অভিভাবকদের মধ্যে দাবি করেছেন প্রায় সকলেই যে ৬ থেকে ৭ ঘন্টা কিভাবে স্কুলের ছাত্রছাত্রীরা মাক্স পড়ে থাকবে এবং এই রকম একটি কাজ কি আদৌ সম্ভব হবে? অনেকের ইচ্ছে হলে খুলে দিতে পারবে সেক্ষেত্রে সংক্রমণ হওয়ার যথেষ্ট ঝুঁকি রয়েছে।

স্কুলের সময়সীমা যাতে কমিয়ে দেওয়া হয় সে ব্যাপারেই অনুরোধ করা হয়েছে শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের পক্ষ থেকে। এ ব্যাপারে পশ্চিম সরকারি বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুগত বসু জানান যে, ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে প্রথমদিকেই এত ঘন্টা স্কুল না করাই ভালো, বরং প্রথম থেকে আস্তে আস্তে ক্লাসের এবং সময়ের পরিমাণ বাড়ানো ভালো।