সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আগস্ট থেকে লোনের EMI বা’ড়’তে পা’রে আপনার! কি বলছে RBI?

করোনার পরবর্তী সময়ে অর্থনীতির অবস্থা এখন যথেষ্ট দুর্বল এই রকম অবস্থা যাতে মুদ্রাস্ফীতি আটকাতেই এখন সজাগ হচ্ছে আর বি আই । তবে মনে করা হচ্ছে যে মুদ্রাস্ফীতি আটকানোর ফলে আর্থিক দিক থেকে চাপের মুখে পড়তে হবে সাধারণ মানুষকে।

বিশেষজ্ঞদের মতে আগামী আগস্ট মাসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গুলিতে পারতে পারি রিজার্ভ রেপো রেট এবং রেপো রেট।এই রকম অবস্থাতে আর্থিক দিক থেকে কি কি পরিবর্তন আসতে পারে সেটা বিষয়েই যথেষ্ট চিন্তিত সাধারণ মানুষ।

২০২০ সালে যখন রেপো রেট এবং রিজার্ভ রেপো রেট পরিবর্তন হয়েছিল সেটা এখনো পর্যন্ত ছিল কিন্তু বর্তমানে যদি আবার রেপো রেট এবং রিজার্ভ রেপো রেট বাড়িয়ে দেয় আরবিআই তাহলে সে ক্ষেত্রে যারা লোন নেবে তাদের ইএমআই এর টাকা আরো বেশি বেড়ে যাবে।

আরো পড়ুন: পেনশনপ্রাপকদের জন্য বি’রা’ট সু’যো’গ, সব হাতের মু’ঠো’য় করে দি’চ্ছে কেন্দ্র

বর্তমানের ৪% রেপো রেট অন্যদিকে রিজার্ভ রেপো রেট ৩.৩৫ শতাংশ। নগদ সংরক্ষণের ক্ষেত্রে ৪% বহাল রাখা হয়েছে অন্যদিকে প্রান্তিক স্থায়ী ক্ষেত্রে রাখা হয়েছে ৪.২৫ শতাংশ। ইতিমধ্যেই রয়েছে ৪.২৫ শতাংশ।

বিশেষজ্ঞদের মতে আগামী আগস্ট মাসে বাড়তে পারে পলিসি রেট গুলি। আর বি আই এর তরফ থেকে জানানো হয়েছে, তিন বছর হয়ে গেল যেখানে রেট অপরিবর্তিত রাখা হয়েছে এখন বদলানোর সময় এসে গিয়েছে, মূল্যস্ফীতির ওপর যথেষ্ট নজর দেওয়া প্রয়োজন।

শিল্প সংস্থার ফিকির সভাপতি সঞ্জীব মেহতা এ বিষয়ে জানান, ১১ মাস টানা পলিসি রেট পরিবর্তন করেননি এ আর বি আই। এটাকে আমরা সকলেই স্বাগত জানিয়েছি।

তবে ভবিষ্যতে মুদ্রাস্ফীতির ক্ষেত্রে আরবিআই যে সীমার মধ্যে থাকবে সে ব্যাপারেও আমরা নজর রাখতে পারি। কেন্দ্রীয় ব্যাংক এবং পলিসি গুলির ক্ষেত্রে ভবিষ্যতে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে।