সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মন্দির একমাত্র ঠাকুরের, মন্দিরের স’ম্প’ত্তি’র মালিক খো’দ ঈশ্বর, রায়দান সুপ্রিম কোর্টের

যেহেতু মন্দিরে দেবতাকে পুজো করা হয়, তাই মন্দিরের সমস্ত সম্পত্তির মালিক স্বয়ং ঈশ্বর, অন্য কেউ না, মঙ্গলবার এমন কথাই বললেন সুপ্রিম কোর্ট। “ও মাই গড” সিনেমার কথাটি মনে পরে গেল সঙ্গে সঙ্গে। এমন কিছু কথা সেখানেও বলা হয়েছিল। এবার বাস্তবের মাটিতে ঘটে গেল একই রকম ঘটনা। মধ্যপ্রদেশ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শুনানি দিতে গিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতিদের জানিয়ে দেন এই কথা।

মন্দিরের সমস্ত সম্পত্তির মালিক শুধুমাত্র ঈশ্বর, এই কথা বলার পাশাপাশি তারা আরো জানিয়ে দেন, যে মন্দিরগুলি ব্যক্তিগত ভাবে তৈরি করা হয়েছে সে ক্ষেত্রে পরিবর্তন কিছুটা হবে নিয়মের ক্ষেত্রে। কোন ব্যক্তির বাড়িতে ঠাকুর অথবা মন্দির আছে, এমন মন্দিরের অধিকার অথবা মালিকানা শুধুমাত্র সেই ব্যক্তির হবে, অন্য কারো নয়।

তবে জনসাধারনের জন্য যে মন্দির গুলি তৈরি করা হয়েছে, তার মালিকানা শুধুমাত্র ভগবানের। মন্দিরের দেখভাল পুরোহিত মশাই করলেও সম্পত্তির অধিকার তার থাকবে না। মন্দিরের কোন সম্পত্তি নিজের সম্পত্তি ভেবে বিক্রি করতে পারবেন না পুরোহিত। তিনি পারবেন শুধু দেখাশোনা করতে।

ভূমিশ্বরের অধিকার নিয়ে পুরোহিতরা একটি মামলা করেছিল হাইকোর্টে, সেই মামলার শুনানি দিল সুপ্রিম কোর্ট। এই শুনানির ফলে এবার কোন পুরোহিত বেআইনিভাবে কোন মন্দিরের জমি অথবা সম্পত্তি দখল করতে পারবে না, কেনাবেচা করতে পারবে না, শুধুমাত্র তদারকি করতে পারবে।

এই মামলার রায় বিচারপতি হেমন্ত গুপ্ত এবং বিচারপতি এ এস বোপান্নার জানান, মন্দিরের জমি সংক্রান্ত সমস্ত কাজ করবেন একজন পুরোহিত। কিন্তু মন্দিরের জমি ক্রয় অথবা বিক্রয় করবেন না তিনি। সে ক্ষেত্রে অধিকার থাকবে শুধু ঈশ্বরের।