সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“ভোট দিলেই মিলবে রা’স্তা”, দিদির দূ’ত কাকলির ম’ন্ত’ব্যে তোল’পা’ড় রাজ্য

বনগাঁ রাস্তা সংস্কারের দাবি তুলেছে স্থানীয় বাসিন্দারা, আর সেখানেই দিদির সুরক্ষা কবচ কর্মসূচি নিয়ে দিদির দূত সাংসদ কাকলি ঘোষদস্তিদার উপস্হিত ছিলেন, সেখানে দাঁড়িয়েই তিনি স্হানীয় মানুষজনদের সঙ্গে কথাবার্তা বলছিলেন ।

সেখানেই স্থানীয়রা সরব হয়ে রাস্তা সংস্কারের দাবি করেন, আর তার পরিবর্তে যে কথা বলেন সাংসদ সেটা নিয়েই ইতিমধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। তিনি বলেন, আগে ভোট দিন, তারপর রাস্তা হবে।

যখন রাস্তা সংস্কারের জন্য স্হানীয়দের দাবি করে তার প্রতি। আজ শুক্রবার তিনি উত্তর ২৪ পরগনার বনগাঁর চৌবেড়িয়া–২ পঞ্চায়েত এলাকায় দিদির দূত হিসেবে যান। আর সেখানেই রাস্তা সংস্কারের দাবি করে স্হানীয়রা।

আরো খবর: লবণ কিভাবে তৈ’রি হয়? জানলে আর পা’তে নেবেন না!

স্বাভাবিক ভাবেই সাংসদের কথা নিয়ে দারুণ বিতর্কের সৃষ্টি হয়েছিল, বিরোধীরাও ছেড়ে কথা বলছে না। তবে এই ধরনের বিতর্ক নিয়ে সাংসদ বলেছেন, কথাটি আমি মজার ছলে বলেছিলাম। রাস্তা তো অবশ্যই হবে।

সেখানকার রাস্তা নাকি বহুদিন থেকেই সংস্কারের অভাবে পরে রয়েছে, নিত্যপথযাত্রীদের খুবই দুর্বিষহ অবস্হা, তাই সাধারণ মানুষ এই দাবি করে বসেছেন। কিন্তু মুখ ফসকে এই কথা বেরিয়ে যাওয়ার জন্য দারুণ বিতর্কের মুখে পরতে হয়েছে।