সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আ’স’ছে মমতার বায়োপিক! জো’র প্র’স্তু’তি শু’রু তৃণমূলের, কে হবেন মমতা?

বায়োপিক, সিনেমা জগতের ব্যক্তিত্ব থেকে শুরু করে ক্রীড়াজগতের ব্যক্তিত্ব সকলেরই বায়োপিক তৈরি করা হয়ে গেছে। বাদ যায়নি রাজনৈতিক দলের বেশ কিছু নেতা-নেত্রীরাও। জয়ললিতা থেকে শুরু করে নরেন্দ্র মোদি, সকলেরই বায়োপিক আমরা দেখেছি ইতিমধ্যেই। এবার এই পথে হাঁটতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, তৃণমূল পরিকল্পনা শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক তৈরি করার ক্ষেত্রে।

ইতিমধ্যেই এই উদ্দেশ্যে বেশকিছু খ্যাতনামা বাঙালি পরিচালকের নাম বাছাই করেছে তৃণমূল। এই প্রসঙ্গে কুণাল ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এখনই কোনো মন্তব্য করতে চাই না। একই কথা শুনতে পাওয়া যায় সৌগত রায়ের কন্ঠে, তিনিও বলেন বায়োপিক তৈরি করার ক্ষেত্রে এক্ষুনি কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন নেতা সম্প্রতি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তৃণমূল নেত্রী কিভাবে জনো নেত্রী হয়ে উঠলেন এই সংগ্রামের কথা মানুষের কাছে পৌঁছে যাক,, এমনটাই আমরা চাইছি। শুধুমাত্র তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম যাতে আরো বেশি করে মানুষের কাছে পৌঁছে যেতে পারি তার জন্য দলনেত্রীর বায়োপিক তৈরি করার কথা চিন্তা ভাবনা করা হচ্ছে।

যদিও মুখ্যমন্ত্রীর বায়োপিক তৈরির এই প্রচেষ্টা নিয়ে এরই মধ্যেই বিরোধীদের একাংশ সরব হয়েছেন। তারা জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যয়ের বায়োপিক রাজনৈতিক জীবনে কিকি উত্থান পতন হয়েছে তা দেখানো হতে পারে এই বায়োপিকে। এছাড়াও ১০ বছরে তৃণমূল ক্ষমতায় আসার পর কি কি করেছেন, সেটাও জানানো প্রয়োজন সিনেমার মাধ্যমে।