সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পশ্চিমবঙ্গে কি জাগছে হিন্দুরা? বইমেলায় বিশ্ব হিন্দু পরিষদের স্ট’লে বি’ক্রি হলো দ্বিগুণ

কলকাতা বইমেলায় প্রতিবছর স্টল দিয়ে থাকে বিশ্ব হিন্দু পরিষদ। এবারে কলকাতা বইমেলা ২০২৩এ বিশ্ব হিন্দু পরিষদের বই বিক্রির পরিমাণ বাড়লো দ্বিগুণেরও বেশি। ৪৬ তম কলকাতা বইমেলার রবিবারের একটি হিসাব বলছে এবছর বই বিক্রির অংক ছাড়িয়েছে ছয় লক্ষ টাকার বেশি। অর্থাৎ নগরকেন্দ্রিক সভ্যতায় হিন্দু ধর্মের প্রতি মানুষের যে আকৃষ্টতা বাড়ছে তা বলাই বাহুল্য আর এতে অত্যন্ত খুশি বিশ্ব হিন্দু পরিষদের রাজ্য নেতারা।

কলকাতা বইমেলায় এবার বিশ্ব হিন্দু পরিষদের স্টল ছিল ৪০৮ নম্বরে। এবছর প্রতি সপ্তাহে দেড় লক্ষ থেকে ২ লক্ষ টাকার বই বিক্রি হয়েছে। সেই পরিসংখ্যান দেখে মুখে হাসি ফুটেছে বিশ্ব হিন্দু পরিষদের কর্তাদের। গত শনি ও রবিবার বই বিক্রি হয়েছে ১.২ লক্ষ টাকা। বাঙালিত্বই আমাদের হিন্দুত্ব এবং আরএসএস কি ও কেন এই দুটি বই সব থেকে বেশি বিক্রি হয়েছে বইমেলায় পড়ে জানিয়েছেন স্টলের মালিকরা।

বইমেলায় বিশ্ব হিন্দু পরিষদের স্টলের দায়িত্বে ছিলেন সৌরিশ মুখোপাধ্যায় তিনি বলেন সচেতন নাগরিকরা ধীরে ধীরে বুঝতে পারছেন হিন্দু ধর্মের কি মূল্য। হিন্দু ধর্ম কি তার তাৎপর্য কি তা জানতেই এত বই বিক্রি বাড়ছে। আমাদের বই কিনে তারা সোশ্যাল মিডিয়ায় নিজেদের মত প্রকাশ করছেন।

আরো খবর: বি’য়ে’র জন্য মেয়ে চাই! ২০০ যুবক ১০০ কিমি পা’য়ে হেঁ’টে যাবেন ভগবানের দ’র’জায়

হিন্দু ধর্মের অন্তর্নিহিত অর্থ বুঝতে পেরে তারা এই ধর্মকে আরো ভালোবাসছেন। বিশেষ করে অন্যান্য ধর্মের মধ্যেও হিন্দু ধর্মের গ্রহণযোগ্যতা বাড়ছে বলে মনে করেন তিনি। তবে শুধুমাত্র বয়স্ক ব্যক্তিরা নয় হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে এইসব বই কিনছেন যুবক যুবতীরা।

তারাও যে হিন্দুত্বের নবজাগরণের প্রতি আকৃষ্ট হচ্ছেন তা বলাই বাহুল্য। আরো একটি পরিসংখ্যান বলছে ইসলাম বৌদ্ধ শিক খ্রিস্টান এই চারটি সম্প্রদায়ের মানুষ বইমেলায় এসে সবার আগে বিশ্ব হিন্দু পরিষদের স্টলে ঢু মারছে।