সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বি’য়ে’র জন্য মেয়ে চাই! ২০০ যুবক ১০০ কিমি পা’য়ে হেঁ’টে যাবেন ভগবানের দ’র’জায়

আজকাল এমনটা প্রায়ই শোনা যায় বিয়ের পাত্রের জন্য পাত্রী পাওয়া যাচ্ছে না। পাত্রীদের ডিমান্ড বেশ হাই। আর সেই কারণেই কর্ণাটকের একটি গ্রামের প্রায় ২০০ জন যুবক মহাদেশওয়ারা পর্বতের উদ্দেশে শুরু করেছেন পদযাত্রা। কর্ণাটকের একটি ছোট্ট গ্রাম মাদ্দুর। এই গ্রামের একটি বিষয় নিয়ে খুব চর্চা শুরু হয়েছে। এই গ্রামের কোনো মেয়ে নাকি বেঙ্গালুরুর ছেলে ছাড়া বিয়ে করতে চাইছে না। ফলে মাদ্দুরের সমস্ত যুবকের বেশিরভাগই অবিবাহিত।

ডি.পি মাল্লেশ নামে ৩৩ বছর বয়সি এক যুবক ওই পদযাত্রায় অংশ নেবে বলে জানা গেছে। জানা যাচ্ছে ওই মাল্লেশ বিগত পাঁচ বছর ধরে বিয়ের জন্য পাত্রী খুঁজে চলেছেন। কিন্তু কিছুতেই শেষ পর্যন্ত ছাঁদনাতলা পর্যন্ত পৌঁছতে পারছিল না সে। তার বিয়ের জন্য অনেক সম্বন্ধ হলেও সব কিছু ঠিক থাকলেও প্রতি বারই সম্বন্ধ ভেঙে গিয়েছিল শুধু তাঁর বাড়ি বেঙ্গালুরুতে নয় বলে।

মাল্লেশের মতো এই গ্রামে আরও ১৯৯ জন পুরুষ একই সমস্যায় পড়েছেন। তাই তারা সকলে মহাদেশওয়ারা পর্বতকে মাদ্দুরার মানুষ শিবের বাস বলে ভাবেন। তাই ১০৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সরাসরি ভগবানের কাছে মনের মতো সঙ্গী চেয়ে প্রার্থনা করতেই এই পদযাত্রার আয়োজন করা হয়েছে। আর এই পদযাত্রার নাম দেওয়া হয়েছে, ‘ব্রহ্মচারীগালা পদযাত্রা’।

আরো খবর: হলুদ ধাতুর দা’ম বা’ড়’লো কিছুটা, জানুন সোনার মার্কেট প্রাইজ

এই যাত্রার আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে, ২০০ জন অবিবাহিত পুরুষকে নিয়ে যাত্রা শুরু হবে। এখনও পর্যন্ত ২০০ জনের আবেদন জমা পড়েছে। শুধু তাই নয় মাদ্দুরা বাদেও শিবামোগ্গা, চামরাজনাগারা থেকে প্রায় ৩০০ জন অবিবাহিত পুরুষ এই পদযাত্রায় অংশ নেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন।

কিন্তু সব মিলিয়ে ২১০ জনের বেশি এই মিছিলে নেওয়া হবে না। এই পদযাত্রা অংশগ্রহণকারী সকলেরই বয়স প্রায় ৩০-এর কাছাকাছি। বিয়ে করতে চেয়ে এই মিছিলে হাঁটবেন, এমন পুরুষের সংখ্যা বেশি। তবে সবাই শুধু বিয়ের জন্যই নয় অনেকেই আছেন, যাঁরা ব্যক্তিগত সমস্যার সমাধানে কিংবা ভাগ্য ফেরানোর প্রার্থনা নিয়েও হাঁটবেন বলে জানা গিয়েছে