সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হলুদ ধাতুর দা’ম বা’ড়’লো কিছুটা, জানুন সোনার মার্কেট প্রাইজ

আমাদের দেশে ছোটো খাটো অনুষ্ঠান মানেই আমরা কাছের মানুষকে উপহার দেওয়ার ব্যাপারে সোনা দেওয়ার কথা ভেবে থাকি। তার উপর এই সপ্তাহটাকে ভালোবাসার সপ্তাহ বলা হয়ে থাকে। তাই ১৩ই ফেব্রুয়ারি সোনার দাম কিছুটা বাড়লো বলে জানা যাচ্ছে। শুধু সোনার দাম নয় রুপোর দামও বেড়েছে বলে জানা যাচ্ছে। আসুন দেখে নেওয়া যাক দেশের কোন জায়গায় কত হয়েছে সোনা ও রুপোর দাম।

আজ কলকাতায় সোনার ও রুপোর দাম:-

ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সোনার দাম আজ বেশ বেশি। কলকাতায় আজ 22 ক্যারেট 10 গ্রাম সোনার দাম রয়েছে 52,600 টাকা এবং 1 কেজি রুপোর দাম 70,500 টাকা রয়েছে।

আজ মুম্বইতে সোনার ও রুপোর দাম:-

ভারতের বানিজ্য নগরী মুম্বইতে আজ 22 ক্যারেট 10 গ্রম সোনার দাম থাকল 52,600 টাকা এবং 1 কেজি রুপোর দাম রয়েছে 70,500 টাকা। কলকাতা ও মুম্বইতে একই রয়েছে সোনা ও রুপোর দাম।

আজ নয়াদিল্লিতে সোনার ও রুপোর দাম :-

রাজধানী শহর নয়াদিল্লিতে আজ 22 ক্যারেট 10 গ্রাম সোনার দাম 52,750 টাকা ও 1 কেজি রুপোর দাম 70,500 টাকা রয়েছে।

আরো খবর: ৩৮ বছর বয়স হলেও বি’য়ে করছে না ছেলে! সন্দেহের ব’শে যা ক’রে বসলেন মা

আজ ব্যাঙ্গালুরুতে সোনা ও রুপোর দাম :-

আজ ব্যাঙ্গালুরুতে 22 ক্যারেট 10 গ্রাম সোনার দাম রয়েছে 52,650 টাকা এবং রুপোর দাম রয়েছে 72,700 টাকা।

আজ চেন্নাইতে সোনার ও রুপোর দাম :-

দক্ষিনের শহর চেন্নাইতে আজ 22 ক্যারেট 10 গ্রাম সোনার দাম রয়েছে 53,400 টাকা ও 1 কেজি রুপোর দাম 72,700 টাকা রয়েছে। সোনা ও রুপোর দামের ক্ষেত্রে দেশের প্রধান মেট্রোশহরগুলির মধ্যে প্রথমে রয়েছে চেন্নাই।