সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পুলিশকর্মীদের দু-ঘন্টা লকআপে ঢু’কি’য়ে রাখলেন বড় অফিসার, কারণ বে’শ অ’দ্ভু’ত

সহকর্মীদের কাজে একদম খুশি নয়, আর সেই কারণেই তাদের দেওয়া হয়েছে শাস্তি। পুলিশের বড়কর্তার নির্দেশ অনুযায়ী বাকি ৫ পুলিসকর্মীকে লক আপে বন্দী করে রাখা হয়েছে ২ ঘন্টা। এই ঘটনাটি ঘটেছে বিহারে নওদা জেলায়। ইতিমধ্যেই এই ঘটনার কারণে পুলিশ সুপারের ওপরে অভিযোগ উঠেছে, সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে আর সেখানেই দেখা যাচ্ছে ৫ জন পুলিশ কর্মীকে লক আপের মধ্যে আটক করে রাখা হয়েছে।

তারা তাদের নিজের ইউনিফর্মেই রয়েছে। তারা তাদের মধ্যে কথা বার্তা বলছে। সূত্রের মাধ্যমে যে খবর পাওয়া গেছে , সেটা হল নওদা জেলার এসপি গৌরব মঙ্গলা তার সহকর্মী পুলিশ এসিস্টেন্ট সাব ইন্সপেক্টর ও দুজন সাব ইন্সপেক্টরের কাজে সন্তুষ্ট ছিলেন না। তাই রাগের মাথায় তাদের ২ ঘন্টার জন্য লক আপে বন্দ করে রাখা হয়।

এই কান্ড নিয়ে পুলিশের অন্দরমহলে দারুণ শোরগোল পরে যায়। সংবাদ মাধ্যমের কাছে যখন এই খবর গিয়ে পৌছায় তখন তারা পুলিশ সুপারের কাছে জানতে চায় ও তিনি জানায় এই খবর পুরোটাই ভুয়ো। বাকি পুলিশরা এই নিয়ে কোনো মন্তব্য করতে চায় নি। কিন্তু বিহার পুলিশ এসোসিয়েশন এই নিয়ে চুপ থাকে নি, তারা বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে।

আরো পড়ুন: একই পরিবারের দুই বউ বে’পা’ত্তা বাড়ি থেকে, কি কি নিয়ে ঘ’র ছাড়লেন?

এসোসিয়েশনের তরফ থেকে জানানো হয় এসপির সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন ধরেন নি তিনি। তিনি বলেন এই ধরনের শাসন ঔপনিবেশিক আমলে হত, এই ঘটনার কারণে পুলিশকে আরও নিচে নামিয়ে নিয়ে আসল। সিসিটিভি ফুটেজের তদন্তের দাবি জানাচ্ছি।