সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাবা-মা আমাকে বা’ধ্য করেছেন সিনেমায় কা’জ করতে! আমার অন্যকিছু করার ই’চ্ছে ছি’লো: রেখা

বলিউডের ইতিহাসের সেরা নায়িকাদের মধ্যে অন্যতম হলেন রেখা। বলি সুন্দরী রেখার সৌন্দর্য এবং অভিনয় দুদিক থেকেই তার জুরি মেলা ভার। নিজের দীর্ঘ কেরিয়ার জীবনে একাধিক সুপারহিট সিনেমায় কাজ করে লক্ষ লক্ষ মানুষের মন জয় করে নিয়েছেন এই অভিনেত্রী। শিশুশিল্পী হিসেবে পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। পর্দায় রেখাকে অপরূপ সৌন্দর্যের বাহার বারবার মুগ্ধ করেছে দর্শকদের।

কন্নড় ছবি ‘অপারেশন জ্যাকপট নাল্লি সি.আই.ডি ৯৯৯’ এবং হিন্দি ডেবিউ সিনেমা ‘আনজানা সফর’এ অভিনয় করে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন, তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। তবে এই সিনেমা জগতে তাঁর প্রবেশ শুধুই তাঁর মা-বাবার ইচ্ছাকে প্রাধান্য দেওয়ার জন্য, বাবা-মার জোরাজুরিতেই অভিনয়কে পেশা হিসেবে বেছে নিতে বাধ্য হয়েছিলেন তিনি, নিজের কোনো ইচ্ছা ছিল না।

১৯৮৬ সালে একটি সাক্ষাৎকারে এ প্রসঙ্গে রেখা জানান, তাঁর পিতা তথা অভিনেতা জেমিনি গণেশন এবং মা পুষ্পভল্লি তাঁকে অভিনয় দুনিয়ায় পা রাখতে বাধ্য করেছিলেন। যদিও তাঁর বাবা খুব বেশি চাননি, তবে তাঁর মা সত্যিই খুব চাইতেন যাতে তিনি সিনেমায় কাজ করেন।

আরো পড়ুন: স’দ্যো’জা’ত সন্তানের নাম রা’খা হলো “পকোড়া”, ভারতের তেলেভাজার প্রে’মে প’ড়ে’ছে’ন ব্রিটিশ দম্পতি

কেরিয়ারের শুরুর প্রায় ৬ থেকে ৭ বছর তিনি অত্যন্ত অনিচ্ছার সঙ্গে কাজ করেছেন। তাঁকে জোর করে শ্যুটে নিয়ে আসা হতো। ডাবল শিফটে কাজও করেছেন। এই কাজ তিনি একেবারেই পছন্দ করতেন না। রেখা আরও বলেন, “আমার কোনোদিনই ইচ্ছা ছিল না অভিনেত্রী হওয়ার।

আপনি কোনও অভিনেতা-অভিনেত্রীকে জিজ্ঞেস করে দেখুন, বেশিরভাগ লোকেই বলবেন তাঁরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যোগ দিতে চাইতেন। কিন্তু আমি কোনোদিন অভিনেত্রী হতে চাইনি। আমায় মেরে মেরে বানানো হয়েছে”।