সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শ’ক্তি বা’ড়ি’য়ে ধে’য়ে আ’স’ছে “মনদৌস”, কলকাতায় কেমন প্র’ভা’ব প’ড়’বে?

বছরের শেষের দিকে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা। এবার বঙ্গোপসাগরে ধীরে আসছে চলতি বছরের তৃতীয় ঘূর্ণিঝড় মান্দাস। এর আগে অশনি এবং সিএাং ঘূর্ণিঝড় তার দাপট চালিয়েছে। খবর সূত্রে জানা গেছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দুর্যোগের আশঙ্কা রয়েছে দক্ষিণ ভারতে।

তবে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বাংলার জন্য সুসংবাদ, কারণ আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন বৃষ্টির সম্ভাবনা নেই বাংলায়।

দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে এই ঘূর্ণিঝড় বর্তমানের স্থায়ী রয়েছে চেন্নাই থেকে ৬৪০ কিলোমিটার দূরে। শুক্রবার মধ্যরাতেই শ্রীহরিকোটার মধ্যবর্তী উপকূলে এবং পুদুচেরিতে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

আরো খবর: Google Pay-তে আর ক্যাশব্যা’ক পা’চ্ছে’ন না? এই উ’পা’য়ে করুন বাজি’মা’ত

আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, এই ঘূর্ণিঝড়ের বেগ থাকবে ঘন্টায় ৮৫ কিলোমিটার । এই বেগের ফলে ঝড়ো হাওয়া বইতে পারে উপকূলবর্তী এলাকাতে। জানা গেছে যে এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে সৌদি আরব, মে নামের অর্থ হল ভেলা।