সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কলকাতার সেই নি’ষি’দ্ধ প’ল্লী’র না’ম কে’ন সো’না’গা’ছি?

কলকাতা নি’ষি’দ্ধ প’ল্লী সো’না’গা’ছি। এই জায়গার নাম আমরা সকলেই প্রায় কমবেশি জানি। এই জায়গায় না গেলেও মোটামুটি এই জায়গায় কি হয় তা আমরা আন্দাজ করতে পারি। কথিত আছে এই জায়গার নাম তৈরি হয়েছিল সোনাউল্লাহ গাজী নামক এক পরিবার থেকে।

এই অঞ্চলে এই পীর বাবার একটি মাজার ছিল বলে শোনা যায়। যদিও এই ব্যাপারে মতভেদ আছে। অনেকেরই মত অনুসারে, বিডন স্ট্রিট এর উপর একই জায়গায় পাশাপাশি দুটি পাড়া ছিল। এই দুটি পাড়া রাত্রি গমনের জন্য প্রসিদ্ধ ছিল।

পাড়া দুটি নাম ছিল যথাক্রমে সো’না’গা’ছি এবং রু’পো’গা’ছি। যা খদ্দেরদের আ’র্থি’ক বৈ’ষ’ম্যে’র প্রতি নির্দেশ করে। পরবর্তীকালে শুধুমাত্র সো’না’গা’ছি নামটি থেকে গেছে। কিভাবে এই স্থানের নাম হয়েছে সো’না’গা’ছি।