সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শাড়িতেই নারী, “আজকাল তেরে মেরে প্যায়ার কে” গানে দু’র্দা’ন্ত নাচ, নি’মি’ষে ভাইরাল তনুশ্রী

আসন্ন ফিল্ম অ্যান্ড ফ্রেমস ডিজিটাল ফিল্ম অ্যাওয়ার্ড বাংলা ২০২১ এ বাংলার জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর এক অভিনব রূপ ধরা পড়তে চলেছে, তারই একটি ঝলক রিলস ভিডিওতে ধরা পড়েছে। ইতিমধ্যে সোশ্যাল-মিডিয়ায়- সেটি ভাইরালও হয়েছে। যাকে ঘিরে প্রচুর লাইক এবং কমেন্টসও হয়ে আছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে তনুশ্রী চক্রবর্তীকে ৭০ এর দশকের বলিউড অভিনেত্রীদের সাজ-পোশাকে, তাঁকে দেখতেও অপূর্ব লাগছে।

ঠিক যেন মমতাজ, সেই একই রকম ভাবে শাড়ী পড়ার স্টাইল, হেয়ার স্টাইল, মেকআপ। তবে যে গানটিতে তিনি রিল ভিডিও করেছেন সেই গানটি অত্যন্ত জনপ্রিয় একটি হিন্দী গান। গানটি হল “আজকাল তেরে মেরে প্যার কে চরচে হর জবান পর” গানটি ১৯৬৮ সালের রিলিজ করা ব্রহ্মচারী সিনেমার জনপ্রিয় গান। যদিও গানটি এই সময়েও যথেষ্ট জনপ্রিয়। এর এখন অনেক নিউ ভার্শনও রিলিজ করছে, তবে কথাতেই আছে ওল্ড ইজ গোল্ড।

এই পুরনো ভার্সনটি আজও নিউ জেনারেশনের ছেলে মেয়েদের কাছে সমানভাবে অ্যাট্রাক্টিভ। এমন কি বলা যেতে পারে এই গানের জনপ্রিয়তা আগামী প্রজন্মের কাছেও সমান থাকবে, কারণ এই সিনেমায় যেমন অভিনয় করেছিলেন শাম্মী কাপুর, মমতাজ তেমনি মিউজিক কম্পোজার ছিলেন শংকর জয়কিষণ, আর গানটি গেয়েছিলেন মোহাম্মদ রফি, তাঁর কন্ঠের গান আজও সমান হিট।