সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আফগানিস্তানে ডে’রা জমা’তে শুরু ক’রে’ছে বি’ভি’ন্ন জঙ্গী সংগ’ঠন! উ’দ্বে’গ বাড়’ছে ভারতের

আফগানিস্তানে ডে'রা জমা'তে শুরু ক'রে'ছে বি'ভি'ন্ন জঙ্গী সংগ'ঠন! উ'দ্বে'গ বাড়'ছে ভারতের

আফগানিস্তানের তালিবান সরকার প্রতিষ্ঠিত হওয়াতে বিশ্বজুড়ে জঙ্গী সংগঠন গুলির নতুন আস্তানা গড়ে উঠেছে পাকিস্তানে। আল কায়েদা, আইএস, লস্কর-ই-তৈবার মতো জঙ্গী সংগঠনের সদস্যরা ইতিমধ্যেই আফগানিস্তানে ডেরা জমাতে শুরু করেছে। যা ভারতের জন্য রীতিমতো উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে। কারণ আফগানিস্তানে যদি জঙ্গী সংগঠনের সদস্যরা এইভাবে ডেরা জমাতে শুরু করে তাহলে এই জঙ্গি সংগঠন ভারতের সীমান্তের নতুন করে ক্ষমতা বিস্তার করবে।

অতএব আফগানিস্তানে তালিবানি শাসন ক্ষমতা প্রতিষ্ঠা হওয়াটা স্বভাবতই ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের জন্য উদ্বেগের বিষয়। এদিকে আবার তালিবান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরপরই প্রধানমন্ত্রী ইমরান খান তালিবানদের স্বাগত জানিয়ে তাদের ইতিবাচক বার্তা দিয়েছেন। এখন আফগানিস্তান ইসলামিক স্টেটের স্বর্গরাজ্য হলে স্বভাবতই তা ভারতের পক্ষে উদ্বেগজনক হবে।

এমনিতেই ভারত-পাক সীমান্তে সর্বদা নিজেদের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে জঙ্গিরা। তাদের ঠেকাতে সদা তৎপর ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তবে আফগানিস্তানে তালিবানদের প্রতিপত্তি বৃদ্ধি পাওয়াতে এবং পাকিস্তান, চীন, রাশিয়া তাদের সমর্থন করাতে স্বভাবতই সীমান্ত নিয়ে ভারতের চিন্তা বাড়ছে।