সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এখন বাড়িতে বসেই পাবেন কা’স্ট সার্টিফিকেট, জানুন বি’শ’দে

এবার আর জাতিগত শংসাপত্র পাওয়ার জন্য বা আবেদন করার জন্য আপনাকে অফিসে লাইন দিয়ে দাঁড়াতে হবে না। এর আগে এই শংসাপত্র পাওয়ার জন্য দিনের পর দিন লাইনে দাঁড়াতে হতো এবং অনেক সময় নষ্ট হতো সাধারন মানুষের। এবার সেই সমস্যা থেকে মুক্ত করার জন্য রাজ্য সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। জাতিগত শংসাপত্র পাওয়ার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করার প্রক্রিয়া নিয়ে এসেছে রাজ্য সরকার।

এবার এই প্রক্রিয়াকে আরো সহজ থেকে সহজ তরো করার জন্য বিভিন্ন জায়গায় ক্যাম্প করে উপভোক্তাদের হাতে সেই শংসাপত্র দেবার ব্যবস্থা করতে চলেছে সরকার।। এর মধ্যেই আবার যে সমস্ত মানুষ বাড়িতে বসে শংসাপত্র নিতে ইচ্ছুক বা যে সমস্ত মানুষ বাড়ি থেকে বের হতে পারেন না তাদের জন্য অনলাইনে এই শংসাপত্র দেওয়ার ব্যবস্থা করা হলো।

মঙ্গলবার অর্থাৎ পহেলা নভেম্বর থেকে অনলাইনে জাতিগত শংসাপত্র দেবার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে নবান্ন সূত্র থেকে। এই পদক্ষেপ নিঃসন্দেহে সাধারণ মানুষের হয়রানি অনেকটাই কমিয়ে দেবে। এবার আপনি সরকারি ওয়েবসাইট থেকে এই জাতিগত শংসাপত্র ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজে।

আরো পড়ুন: এবার ভুটানে যে’তে হলেও পথচারীদের কর দি’তে হ’বে, চালু হলো ন’য়া নি’য়’ম

বাড়িতে বসে অনলাইনে ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে লগইন করতে হবে castcertificatewb.gov.in। এরপর আপনাকে বেছে নিতে হবে SC/ ST/ OBC। এরপর বেছে নিতে জেলা, সাব ডিভিশন, পৌরসভা অথবা ব্লক। এরপর যা যা নথি চাওয়া হবে সেগুলি সব কিছু দিতে হবে আপনাকে। আবেদন করার পর একটি অ্যাকনলেজেমেন্ট নম্বর দেয়া হবে, যেটি আপনাকে রেখে দিতে হবে।

আবেদন হয়ে যাবার পর এই আবেদন যাচাই করার জন্য বিভিন্ন ডাক্তারে যদি পৌঁছে যাবে এবং সমস্ত যাচাই হয়ে যাবার পর উপভোক্তদের দেওয়া হবে প্রাপ্য জাতিগত শংসাপত্র। শংসাপত্র পেতে আর কোথাও যেতে হবে না আপনাকে এই ওয়েবসাইট থেকেই ডাউনলোড করে নিতে পারবেন আপনি।